পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ফেসবুকে বন্ধুত্ব থেকে অপহরণ নাবালিকাকে ! ধৃত 1 - Minor girl kidnapped from Narendrapur

ফেসবুকে বন্ধুত্ব করে নাবালিকাকে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ । আট মাস আগে ওই নাবালিকার সঙ্গে আলাপ হয় অভিযুক্ত যুবকের ৷ তারপরেই পাতা হয় অপহরণের ফাঁদ ৷ ধৃত ওই যুবককে আজ বারুইপুর আদালতে তোলা হবে ৷

ফেসবুকে বন্ধুত্ব থেকে অপহরণ নাবালিকাকে ! ধৃত 1

By

Published : Nov 6, 2019, 3:28 PM IST

কলকাতা, 6 নভেম্বর: ফেসবুক থেকে বন্ধুত্ব ৷ তারপর অপহরণ নাবালিকাকে ৷ অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ পুলিশি তদন্তে গতরাতে হুগলির জাঙ্গিপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় এক যুবককে ৷ ধৃত ওই যুবকের নাম সুমন বোলেন (21) ৷

তল্লাশি অভিযান থেকে উদ্ধার করা হয়েছে নাবালিকাকেও ৷ তাকে হোমে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷ অপহৃত ওই নাবালিকা নবম শ্রেণীর ছাত্রী ৷ নরেন্দ্রপুর থানা এলাকার শ্রীখোন্ডায় বাড়ি ৷ আট মাস আগে ওই নাবালিকার সঙ্গে আলাপ হয় অভিযুক্ত যুবকের ৷ তারপরেই পাতা হয় অপহরণের ফাঁদ ৷

ঘটনায় অভিযোগ দায়ের করা হয় নরেন্দ্রপুর থানায় ৷ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গতরাতে হুগলির জাঙ্গিপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করে সুমনকে ৷ ধৃত যুবককে আজ বারুইপুর আদালতে তোলা হবে ৷ এটিই প্রথম ঘটনা নয় ৷ এর আগেও সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব করে একাধিক অপরাধমূলক কাজের নজির রয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details