পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Black Market of Blood in Kolkata: খাস কলকাতায় রক্তের কালোবাজারি, গ্রেফতার 1 - গ্রেফতার 1

বিনা পয়সায় রক্ত সংরক্ষণ করে প্রয়োজন মতো বাজারে চড়া দামে বিক্রি করা হত (Black Market of Blood in Kolkata)। এই ঘটনায় একজন ব্যক্তিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ । ধৃতের নাম অনুপম ভট্টাচার্য ।

one arrested for Black Marketing of Blood in Kolkata
Black Market of Blood

By

Published : Jul 7, 2022, 10:20 PM IST

কলকাতা, 7 জুলাই: খাস কলকাতায় এবার রক্তের কালোবাজারি । অভিযোগ, বিনা পয়সায় রক্ত সংরক্ষণ করে প্রয়োজন মতো বাজারে চড়া দামে বিক্রি করা হত । ইতিমধ্যেই এই ঘটনায় একজন ব্যক্তিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ । ধৃতের নাম অনুপম ভট্টাচার্য ।

কলকাতা পুলিশের ডিসি ইএসডি প্রিয়ব্রত রায় বলেন, "সম্প্রতি মানিকতলা থানায় পশ্চিমবঙ্গ সরকারের ডাইরেক্টর অফ ইনস্টিটিউট অফ ব্লাড ট্রান্সফর্মেশন মেডিসিন অ্যান্ড ইমিউন হেমাটলজি তরফ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল ।"

অভিযোগ, ভুয়ো স্লিপ এবং ডোনার কার্ড দেখিয়ে বিভিন্ন ব্লাড ব্যাংক থেকে সংগ্রহ করা হত প্রচুর পরিমাণে রক্ত । এরপর সেই রক্ত সাধারণ ফ্রিজে রেখে সংরক্ষণ করা হত । এরপর শহরের বিভিন্ন হাসপাতালে অসহায় ও রোগীর আত্মীয় যাদের অত্যন্ত রক্তের প্রয়োজন তাদের খুঁজে বার করা হত । এরপরই চড়া দামে সেই রক্ত তাদের বিক্রি করে দেওয়া হত ।

মারাত্মক এই অভিযোগের পাওয়ার পরেই তদন্তে নামে মানিকতলা থানার পুলিশ । এরপরেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়(one arrested for Black Marketing of Blood in Kolkata)। ধৃতের কাছ থেকে একটি ল্যাপটপ এবং মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ ।

আরও পড়ুন:রক্তের দাম বাড়াল কেন্দ্র, প্রয়োজনীয়তা বুঝেই পদক্ষেপ বলে মত চিকিৎসকদের

লালবাজার সুত্রের খবর, অভিযুক্তের সঙ্গে এই ঘটনায় আরও অনেকেই যুক্ত রয়েছে । ইতিমধ্যেই তাদের সন্ধান পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা ।

ABOUT THE AUTHOR

...view details