কলকাতা, 7 জুলাই: খাস কলকাতায় এবার রক্তের কালোবাজারি । অভিযোগ, বিনা পয়সায় রক্ত সংরক্ষণ করে প্রয়োজন মতো বাজারে চড়া দামে বিক্রি করা হত । ইতিমধ্যেই এই ঘটনায় একজন ব্যক্তিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ । ধৃতের নাম অনুপম ভট্টাচার্য ।
কলকাতা পুলিশের ডিসি ইএসডি প্রিয়ব্রত রায় বলেন, "সম্প্রতি মানিকতলা থানায় পশ্চিমবঙ্গ সরকারের ডাইরেক্টর অফ ইনস্টিটিউট অফ ব্লাড ট্রান্সফর্মেশন মেডিসিন অ্যান্ড ইমিউন হেমাটলজি তরফ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল ।"
অভিযোগ, ভুয়ো স্লিপ এবং ডোনার কার্ড দেখিয়ে বিভিন্ন ব্লাড ব্যাংক থেকে সংগ্রহ করা হত প্রচুর পরিমাণে রক্ত । এরপর সেই রক্ত সাধারণ ফ্রিজে রেখে সংরক্ষণ করা হত । এরপর শহরের বিভিন্ন হাসপাতালে অসহায় ও রোগীর আত্মীয় যাদের অত্যন্ত রক্তের প্রয়োজন তাদের খুঁজে বার করা হত । এরপরই চড়া দামে সেই রক্ত তাদের বিক্রি করে দেওয়া হত ।