পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বিশ্ব উষ্ণায়নের জন্য বাড়ছে ঘূর্ণিঝড়ের সংখ্যা

গ্রিন হাউজ় গ্যাসের পরিমাণ পরিবেশে যত বাড়বে, পৃথিবী তত বেশি উত্তপ্ত হবে ৷ ফলে ঘূর্ণিঝড়ের সংখ্যাও বাড়বে । জানালেন পরিবেশ প্রযুক্তিবিদ সোমেন্দ্র মোহন ঘোষ ।

By

Published : Nov 12, 2019, 10:30 PM IST

Updated : Nov 12, 2019, 11:22 PM IST

পরিবেশ প্রযুক্তিবিদ সোমেন্দ্র মোহন ঘোষ

কলকাতা, 12 নভেম্বর : দুই-তিন মাসের মধ্যে ফের ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় ৷ বুলবুলের চেয়েও শক্তিশালী ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে কলকাতা ও সন্নিহিত এলাকায় ৷ এই আশঙ্কা করছেন পরিবেশ প্রযুক্তিবিদ সোমেন্দ্র মোহন ঘোষ ৷

কিন্তু কেন ঘন ঘন এমন ঘূর্ণিঝড় ধেয়ে আসছে ? সোমেন্দ্রবাবু জানালেন, এর মূল কারণ হল বিশ্ব উষ্ণায়ন ৷ গ্রিন হাউজ় গ্যাসের পরিমাণ পরিবেশে যত বাড়বে, পৃথিবী তত বেশি উত্তপ্ত হবে ৷ উষ্ণায়ন বাড়লে সমুদ্রের আশপাশের বায়ু গরম হবে ৷ সমুদ্রের উপরিভাগে বায়ু যখন একটা নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছে যায় তখন ঘূর্ণাবর্তের সৃষ্টি হয় ৷

সৌমেন্দ্রবাবু আরও জানান, সম্প্রতি বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত বেশি তৈরি হচ্ছে ৷ কারণ ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে ৷ দূষণের জেরে তাপমাত্রা বাড়ছে ৷ সমুদ্রতটে জলীয়বাষ্পের পরিমাণ বাড়ছে ৷ সেটা যখন গরম হচ্ছে তখন সমুদ্রপৃষ্ঠ গরম হতে শুরু করছে ৷ সেটা যখন কোনওভাবে 27 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে চলে যায় তখন ঘূর্ণাবর্তের অনুকূল পরিবেশ তৈরি হয় ৷ বুলবুল বঙ্গোপসাগর থেকেই তৈরি হয়েছিল ৷ হয়ত দুই-তিন মাসের মধ্যে আরও একটা ঘূর্ণিঝড় হতে পারে ৷

ভিডিয়োয় শুনুন বক্তব্য

সোমেন্দ্রবাবু আরও জানান, বুলবুল কলকাতার পাশ দিয়ে বাংলাদেশের দিকে চলে যায় ৷ এতে কলকাতার একটা লাভ হয় ৷ কলকাতার দূষণ অনেকটাই কমে যায় । কিন্তু এই ঝড় যদি কলকাতার উপর দিয়ে যেত তাহলে কলকাতার ব্যাপক ক্ষতি হত ৷ তাই এই ঝড়কে আটকাতে সুন্দরবনের ম্যানগ্রোভ ফরেস্টকে আরও বাড়াতে হবে ৷ তার জন্য অরণ্যায়নে জোর দিতে হবে ৷ লক্ষ্য রাখতে হবে সমুদ্র উপকূলবর্তী এলাকায় যেন কোনও অবৈধ নির্মাণ না হয় ৷ কোস্টাল জ়োন রেগুলেশন মেনে চলতে হবে ৷ জরুরি পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে আরও অ্যালার্ট থাকতে হবে ৷ যারা মাছ ধরতে যায় তারা যেন পাঠানো সতর্কবার্তা অক্ষরে অক্ষরে পালন করে ৷ বিপর্যয় মোকাবিলা টিমকে সবসময় প্রস্তুত থাকতে হবে ৷

Last Updated : Nov 12, 2019, 11:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details