কলকাতা, 23 অক্টোবর : উত্তরাখণ্ডে দুর্যোগে মৃত্যু হওয়া পর্বত অভিযাত্রীদের দেহ ফেরাতে তৎপর হল নবান্ন ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নবান্নের তরফে যোগাযোগ রাখা হচ্ছে উত্তরাখণ্ড সরকারের সঙ্গে ৷ রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ইতিমধ্যেই উত্তরাখণ্ডের মুখ্যসচিবের সঙ্গে কথা বলেছেন ৷ যত শীঘ্র সম্ভব দেহগুলি ফিরিয়ে আনার চেষ্টা করছে রাজ্য সরকার ৷
শনিবার সকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, উত্তরাখণ্ডে মৃত্যুসংখ্যা লাগাতার বেড়েই চলেছে ৷ সবমিলিয়ে 64 জন প্রাণ হারিয়েছেন ইতিমধ্যেই ৷ এখনও নিখোঁজ 11 ৷ এর মধ্যে 12 জন পর্বত অভিযাত্রীর দেহ উদ্ধার হয়েছে, যার মধ্যে 6 জন পশ্চিমবঙ্গের বাসিন্দা ৷ সুখেন মাঝি নামের আরও একজনের খোঁজ মিলছে না ৷
আরও পড়ুন:Uttarakhand Disaster: মৃত্যুমিছিল অব্যাহত উত্তরাখণ্ডে, 12 জন পর্বত অভিযাত্রীর দেহ উদ্ধার
এমন পরিস্থিতিতে লাগাতার উত্তরাখণ্ড সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে রাজ্য সরকার ৷ এক সঙ্গে এতজন পর্বত অভিযাত্রীর মৃত্যুতে এমনিতেই শোকের ছায়া রাজ্যে ৷ মৃতদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর নির্দেশেই মৃতদের দেহ ফিরিয়ে আনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে রাজ্য সরকার ৷ এখনও পর্যন্ত উত্তরাখণ্ডে যতগুলি মৃতদেহ উদ্ধার হয়েছে, তার মধ্যে অনিতা রাওয়াত (38), তনুময় তিওয়ারি (30), বিকাশ মাকাল (33), সৌরভ ঘোষ (34), শুভায়ন দাস (28), রিচার্ড মণ্ডল (31) এবং উপেন্দ্র (22)-কে শনাক্ত করা গিয়েছে ৷ এর মধ্যে উপেন্দ্র উত্তরকাশির বাসিন্দা ৷ বাকি সকলেই পশ্চিমবঙ্গ থেকে গিয়েছিলেন ৷
আরও পড়ুন:Mamata Banerjee : "গোয়ায় এক নতুন ভোরের সূচনা করব", টুইট মমতার
হরিদেবপুরের বাসিন্দা তনুময় গত 11 অক্টোবর মামা এবং বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে রওনা দেন ৷ 17 অক্টোবর থেকে বাড়ির লোকজন তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি ৷ তারপর 21 অক্টোবর মৃত্যুর খবর এসে পৌঁছায় ৷ পরিবারের লোকজন জানিয়েছেন, বাড়ির একমাত্র ছেলে তনুময় ৷ রাজ্য সরকারের তরফে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ৷ এখন ছেলের দেহ ফিরে পাওয়ার অপেক্ষা করছেন তাঁরা ৷