কলকাতা, 21 এপ্রিল: রাজ্যের মানুষের সম্পূর্ণ খাদ্য সুরক্ষার দাবিতে লকডাউনে গৃহবন্দী থেকেও রাজ্য সরকারের বিরুদ্ধে অভিনব বিক্ষোভ SFI-এর। কোরোনা সংক্রমণ মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। লকডাউনে গৃহবন্দী মানুষ। আয় উপায় বন্ধ হয়ে গিয়েছে সিংহভাগ সাধারণ নাগরিকের। ইতিমধ্যে দিন আনা, দিন খাওয়া মানুষেরা অর্ধাহারে, এমনকী অনেকে অনাহারে দিন কাটাচ্ছেন। সেই সমস্ত মানুষের খাদ্য সুরক্ষা নিশ্চিত করার দাবিতে রাজ্যজুড়ে বাম ছাত্র সংগঠনের কর্মীরা লকডাউনে নিজেদের বাড়িতে থেকেই বিক্ষোভ দেখালেন আজ। মঙ্গলবার রেশন-সহ অন্য ক্ষেত্রে সরকারি খাদ্য সামগ্রী বণ্টনে স্বচ্ছতার দাবিও তোলা হয়।
আজ SFI-এর আহ্বানে দেশের কয়েক লাখ ছাত্রছাত্রী নিজেদের ঘরে থেকেই এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সকাল সাড়ে দশটা নাগাদ প্রত্যেকে নিজের বাড়ির ছাদ, বারান্দায়, উঠোনে বা ঘরে দাঁড়িয়ে পতাকা ও হাতে লেখা পোস্টার, প্লাকার্ড দেখিয়ে স্লোগান দেন। দশ মিনিটের জন্য দেশব্যাপী এই প্রতিবাদে শামিল হন গোটা দেশের SFI সমর্থকরা। তাঁদের প্রধান দাবি, লকডাউনে নিশ্চিত করতে হবে নাগরিকের খাদ্যের জোগান। এই রাজ্য ও গোটা দেশের শ্রমজীবী পরিবার এবং সেই পরিবারের ছাত্রছাত্রীরা, যারা বর্তমানে কঠিন পরিস্থিতিতে রয়েছে, তাদের পাশে দাঁড়াতেও এই প্রতিবাদ বলে দাবি করে SFI-এর সদস্যরা। রাজ্য সরকারের বিরুদ্ধে তাঁদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার গণবণ্টন ব্যবস্থা নিয়ে যা ঘোষণা করেছেন, সেই ঘোষণার বিন্দুমাত্র প্রভাব পড়েনি এই রাজ্যে। এমত অবস্থায় SFI-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যের হুঁশিয়ারি, রাজ্য সরকার যদি এখনই যথাযথ ব্যবস্থা না নেয়, তাহলে লকডাউনের মধ্যেই দেশজুড়ে আন্দোলন শুরু করবে SFI।