পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Body Recovered in Patuli: পাটুলিতে উদ্ধার বৃদ্ধের দেহ, প্রশ্নের মুখে কলকাতা পুলিশের ‘প্রণাম’ - Body Recovered in Patuli

প্রণাম প্রকল্পে শহরের একাকী বৃদ্ধ-বৃদ্ধাদের ঠাকুর দেখানোর ব্য়বস্থা করে কলকাতা পুলিশ (Kolkata Police) ৷ এবারও তার ব্যতিক্রম হয়নি ৷ কিন্তু তারই মধ্যে পাটুলি থেকে একাকী বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার হল ৷

old-mans-body-recovered-in-patuli
Body Recovered in Patuli: পাটুলিতে উদ্ধার বৃদ্ধের দেহ, প্রশ্নের মুখে কলকাতা পুলিশের ‘প্রণাম’

By

Published : Oct 1, 2022, 2:07 PM IST

কলকাতা, 1 অক্টোবর : প্রতিবারের মতো এ বছরেও কলকাতা পুলিশের (Kolkata Police) প্রণামের সকল সদস্যদের নিয়ে পুজো মণ্ডপ পরিদর্শনে ব্যস্ত কলকাতা পুলিশ । সেই সময় ষষ্ঠীর সকালে খাস কলকাতা থেকেই উদ্ধার হল একাকী বৃদ্ধের পচাগলা দেহ (Body Recovered in Patuli) । এলাকার বাসিন্দাদের থেকে খবর পায় পুলিশ ৷ তার পর দেহ উদ্ধার করা হয় ৷

ষষ্ঠীর সকালে ঘটনাটি ঘটেছে পাটুলি থানা এলাকায় । ওই বৃদ্ধের নাম দিলীপ দত্ত ৷ 62 বছর বয়স । এলাকার বাসিন্দারা জানাচ্ছেন যে তিনি একাই ওই ফ্ল্যাটে থাকতেন । বেশ কয়েক বছর আগে তিনি তাঁর দুই মেয়েকে বিয়ে দিয়েছেন । আগেই তাঁর স্ত্রী মারা গিয়েছেন । জানা গিয়েছে, ওই বৃদ্ধের দুই মেয়ের মধ্যে এক মেয়ে মুম্বইতে থাকেন ৷ আর অন্য এক মেয়ে ওই এলাকাতেই থাকেন ।

প্রসঙ্গত, বছর কয়েক আগে কলকাতা পুলিশ প্রণাম (Kolkata Police Pronam) নামে একটি প্রকল্প শুরু করে ৷ সেই প্রকল্পে এলাকার বৃদ্ধ-বৃদ্ধাদের নামে তালিকা তৈরি করা, তাঁদের সঙ্গে যোগাযোগ রাখার দায়িত্ব দেওয়া হয় থানাগুলিকে ৷ প্রতিটি থানায় একজন করে আধিকারিক এই বিশেষ দেওয়া হয়৷ দুর্গাপুজোর সময় একা থাকা বৃদ্ধ-বৃদ্ধাদের মণ্ডপে মণ্ডপে ঘুরিয়ে দেখানোর ব্যবস্থা করে পুলিশ ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, কলকাতার নগরপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করে বিনীত গোয়েল জানিয়েছিলেন, সাইবার ক্রাইম কমানোর পাশাপাশি শহরের একাকী বৃদ্ধ-বৃদ্ধাদের নিয়ে প্রণামের এই প্রকল্পটিকে আরও ভালোভাবে গড়ে তুলতে হবে । তার পরও কেন এমন ঘটনা ঘটল, সেই প্রশ্ন উঠছে স্বাভাবিক ভাবে ৷

আরও পড়ুন :আরও এক 'প্রতারকের' হদিশ ! কলকাতা, বিধাননগরে যৌথ অভিযান ইডি-পুলিশের

ABOUT THE AUTHOR

...view details