পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Taltala House Collapsed: তালতলায় বিপজ্জনক বাড়ির দেওয়াল ভেঙে মৃত পথচারী

বিপজ্জনক বাড়ির দেওয়াল ভেঙে পড়ে গুরুতর আহত হলেন এক বৃদ্ধ (Old Man Gets Seriously Injured Due to House Collapsed in Taltala) ৷ তালতলার আগা মেহেদি স্ট্রিটের ঘটনায় চিত্তরঞ্জন হাসপাতালে চিকিৎসাধীন ওই বৃদ্ধ (Taltala House Collapsed)৷

Old Man Gets Serious Injured Due to House Collapsed in Taltala
Old Man Gets Serious Injured Due to House Collapsed in Taltala

By

Published : Jun 26, 2022, 4:17 PM IST

Updated : Jun 26, 2022, 9:22 PM IST

কলকাতা, 26 জুন: কলকাতার আগা মেহেদি স্ট্রিটে ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ি ৷ এই ঘটনায় এক পথচারী বৃদ্ধ গুরুতর জখম অবস্থায় চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৷ পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।

পুলিশ সূত্রে খবর, এ দিন বেলা বারোটা নাগাদ কলকাতা পৌরনিগমের 62 নম্বর ওয়ার্ডের 15বি আগা মেহেদি স্ট্রিটে ঘটনাটি ঘটে ৷ ওই বিপজ্জনক বাড়িটির মালিক মহম্মদ সাইদ টালির চাল ঠিক করছিলেন ৷ সেই সময় বাড়ির দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে রাস্তা দিয়ে যাওয়া জানে আলম নামে এক বৃদ্ধের উপর ৷ দ্রুত আশপাশের লোকজন সেখানে ছুটে আসেন এবং তাঁকে উদ্ধার করে চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয় (Taltala House Collapsed)৷

হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, জানে আলমের মাথায় ও ডান পায়ে গুরুতর চোট রয়েছে ৷ তাঁর ডান পায়ের গোড়ালি ভেঙে কার্যত ঝুলে গিয়েছে ৷ জানে আলমের ভাইপো মহম্মদ আক্রাম জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক ৷ পরে সেখানেই তিনি প্রয়াত হন ।

আরও পড়ুন:KMC Building Rule : বিপজ্জনক বাড়ি সংস্কার আইন ফের সংশোধনের পথে কলকাতা পৌরনিগম

স্থানীয়দের অভিযোগ, বাড়ির মালিককে বহুবার সতর্ক করা হলেও ঘর ঠিক করাননি তিনি ৷ এমনকী সব সময় তাঁরা বাড়িতেও থাকেন না ৷ পাড়ার মধ্যে বাচ্চারা খেলা করে ৷ যে কোনও সময় বিপদ ঘটতে পারত ৷ যা আগেই বাড়ির মালিক মহম্মদ সাইদকে বলেছিলেন প্রতিবেশীরা ৷ স্থানীয়রা জানান, ঘটনাস্থল থেকে কুড়ি-পঁচিশ ফিট দূরে কলকাতা পৌরনিগমের প্রাথমিক স্কুল আছে ৷ সেখানকার পড়ুয়ারাও ওই বিপজ্জনক বাড়ির সামনে দিয়ে যাতায়াত করে ৷ এই বাড়ির দেওয়াল, তাঁদের উপরেও ভেঙে পড়তে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা (Old Man Gets Seriously Injured Due to House Collapsed in Taltala)৷

Last Updated : Jun 26, 2022, 9:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details