পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আগামীকাল কলকাতায় ধর্মঘট ওলা-উবার চালকদের

একাধিক দাবিতে আগামীকাল কলকাতায় ধর্মঘটের ডাক দিয়েছে ওলা-উবার অ্যাপ ক্যাব অপারেটর অ্যান্ড ড্রাইভার ইউনিয়ন ৷ ফলে দুর্ভোগের মুখে পড়তে হবে বলে আশঙ্কা যাত্রীদের ৷

ছবিটি প্রতীকী

By

Published : Aug 5, 2019, 5:30 AM IST

Updated : Aug 5, 2019, 6:23 AM IST

কলকাতা, 5 অগাস্ট : একগুচ্ছ দাবিতে আগামীকাল কলকাতায় ধর্মঘটের ডাক দিল ওলা-উবার অ্যাপ ক্যাব অপারেটর অ্যান্ড ড্রাইভার ইউনিয়ন ৷ গতকাল একথা জানান সংগঠনের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ । এর ফলে সপ্তাহের শুরুতেই দুর্ভোগের মুখে পড়তে হবে বলে আশঙ্কা যাত্রীদের ৷

পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রয়োজন কড়া দাওয়াই ৷ সেজন্য 1988 সালের মোটর ভেহিকলস আইনে বেশ কিছু সংশোধনী এনেছে কেন্দ্র ৷ সংসদের উভয়কক্ষে পাশ হয়ে গেছে সেই সংশোধনী বিল ৷ তাতে বাড়ানো হয়েছে জরিমানার অঙ্ক ৷ এখানেই আপত্তি CITU পরিচালিত ইউনিয়নটির । ইন্দ্রজিৎবাবু বলেন, "কেন্দ্রীয় সরকার এই সময় কালো আইন চালু করে চালকদের উপর অকথ্য অত্যাচার নামিয়ে আনছে ৷ তৃণমূল সংসদে এটার বিরোধিতা করলেও রাজ্যে এই আইন চালু করে দিয়েছে (যদিও সংশোধনী বিলে এখনও অনুমোদন না নেওয়ায় সেটি এখনও আইনে পরিণত হয়নি )৷ 100 টাকার জরিমানা বেড়ে এক হাজার টাকার বেশি হচ্ছে ৷ জরিমানা দিতে দিতে চালকরা জেরবার ৷ এর সঙ্গে রয়েছে পুলিশি জুলুম ৷ কোথাও কোথাও চালকদের চড়-থাপ্পড়ও মারছে পুলিশ ৷ এর প্রতিবাদে মঙ্গলবার (আগামীকাল) ধর্মঘট ডাকা হয়েছে ৷ আমাদের মূল দাবি, এই কালো আইন বাতিল করতে হবে ও পুলিশি জুলুম বন্ধ করতে হবে ৷ "

এই সংক্রান্ত আরও খবর :ট্র্যাফিক আইন ভাঙলে কড়া ব্যবস্থা, রাজ্যসভায়ও পাশ মোটর ভেহিকলস বিল

অ্যাপ ক্যাব সংস্থাগুলি যে হারে কমিশন নিচ্ছে তার জেরে চালক ও অপারেটররা দুর্ভোগের শিকার হচ্ছে বলে দাবি ইন্দ্রজিৎবাবুর ৷ তাঁর কথায়, "ওলা-উবার সহ অ্যাপ ক্যাব সংস্থাগুলি যে কমিশন নিচ্ছে তা কমাতে হবে ৷ এখন 25 শতাংশ হারে কমিশন নিচ্ছে ৷ তা কমিয়ে 15 শতাংশ করতে হবে ৷ এছাড়া, দু'কিলোমিটারের মধ্যে যাত্রী দিতে হবে ৷"

এই সংক্রান্ত আরও খবর :ট্র্যাফিক আইন ভাঙলেই লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে

খারাপ আচরণ করলে চালকদের বিরুদ্ধে অভিযোগ জানানোর বন্দোবস্ত রয়েছে ওলা-উবারের মতো সংস্থায় ৷ সেই অভিযোগের গুরুত্ব বিচার করে চালকদের বসিয়ে দেওয়া হয় ৷ ব্লক করা হয় তাদের ID ৷ যদিও চালকদের বক্তব্য, অনেক সময় যাত্রীরা দুর্ব্যবহার করেন ৷ প্রতিবাদ করলে চালকদের বিরুদ্ধেই অভিযোগ করা হয় ৷ ইন্দ্রজিৎবাবুর বক্তব্য, "যখন তখন চালকদের ID ব্লক করা যাবে না ৷ " আগামীকাল দুপুরে শিয়ালদায় জমায়েত হয়ে ট্র্যাফিক গার্ডে ডেপুটেশন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি ৷

এই সংক্রান্ত আরও খবর :উন্নত পরিষেবা পেতে হলে টোল ট্যাক্স দিতে হবে : নীতিন গড়করি

Last Updated : Aug 5, 2019, 6:23 AM IST

ABOUT THE AUTHOR

...view details