কলকাতা, 27 মে : ক্রিকেট মাঠের হিরোকে ভক্তের অত্যাচারের হাত থেকে বাঁচিয়ে নায়ক কলকাতা পুলিশের এএসআই রামপ্রসাদ রায় (Officers praise Kolkata Police ASI for his heroic effort at Eden to save Virat Kohli) ৷ লালবাজারের বড়কর্তাদের থেকে প্রশংসা তো তিনি পেয়েইছেন, তারই সঙ্গে শুক্রবার তাঁর কীর্তিকে হাতিয়ার করে ট্রাফিক আইন মেনে চলার বার্তা দিয়েছে কলকাতা পুলিশ ৷
কেন হঠাৎ প্রচারের আলোয় চলে এলেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এএসআই রামপ্রসাদ রায় ? সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা একটি ভিডিয়ো থেকে তা ইতিমধ্যেই জেনে গিয়েছেন অনেকেই ৷ কিন্তু যাঁরা জানেন না, তাঁদের জন্য - গত বুধবার আইপিএলের (Tata IPL 2022) এলিমিনেটরে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও লখনউ সুপার জায়েন্টস ৷ ইডেনের সেই ম্যাচ চলাকালীন আচমকাই এক দর্শক মাঠের মধ্যে চলে আসেন৷ তাঁর লক্ষ্য ছিল আরসিবি-র বিরাট কোহলি (Virat Kohli) ৷
কিন্তু তিনি কোহলির কাছে যেতেই পারেননি ৷ তার আগেই মাঠে চলে আসেন কলকাতা পুলিশের তিন কর্মী৷ তাঁদেরই একজন রামপ্রসাদ রায় কাঁধে তুলে নিয়ে ওই কোহলি-ভক্তকে মাঠ থেকে বের করে দেন ৷ রামপ্রসাদের ওইভাবে অনেকটা বাহুবলির কায়দায় দর্শককে কাঁধে তুলে নিতে দেখে অবাক হয়ে যান স্বয়ং কোহলিও ৷ তিনিও সতীর্থদের উদ্দেশ্য করে রামপ্রসাদের ‘কীর্তি’ অনুকরণ করেও দেখান ৷
গোটা ঘটনাই গ্যালারি থেকে ক্যামেরাবন্দি করেন দর্শকরা ৷ যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ৷ আর তার পর থেকেই হিরো কলকাতা পুলিশের এই এএসআই রামপ্রসাদ রায় ৷ সেদিন ওই ঘটনার পর মাঠে এসেছিলেন কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (অপারেশন) ওয়াকার রাজা ৷ তিনি উচ্ছ্বসিত প্রশংসা করেন রামপ্রসাদের ৷ পাশাপাশি কলকাতা পুলিশের অন্য উচ্চপদস্থ আধিকারিকরাও প্রশংসা করেন ৷ কলকাতার নগরপাল বিনীত গোয়েলের থেকেও প্রশংসা পেয়েছেন তিনি ৷