পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রাজ্যপাল-সরকার তরজার মধ্যেই রাজভবনের আমলার বদলি গুরুত্বপূর্ণ পদে - রাজভবনের অফিসার

রাজ্যপাল ও রাজ্য সরকারে তরজার মধ্যেই রাজভবনের আমলার বদলি হল গুরুত্বপূর্ণ পদে। বর্তমানে রাজ্যপালের প্রধান সচিব সতীশচন্দ্র তিওয়ারিকে রাজ্য সরকার নিয়োগ করল রাজ্য ফুড কমিশনের চেয়ারম্যান হিসাবে।

officer-of-rajbhaban-transferred-to-important-post-in-west-bengal
রাজ্যপাল-সরকার তরজার মধ্যেই রাজভবনের আমলার বদলি গুরুত্বপূর্ণ পদে

By

Published : Feb 2, 2021, 7:49 PM IST

কলকাতা, 2 ফেব্রুয়ারি: রাজভবন আর নবান্নর মধ্যে তরজা অব্যাহত। কখনও সংবাদমাধ্যমের সামনে আবার কখনওবা নিজের টুইটার মেসেজের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন রাজ্যপাল জগদ্বীপ ধনকর। আবার তার পরেই রাজ্যপালের পদের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের একাধিক মন্ত্রী এবং গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেস নেতা এবং নেত্রীরা।
এরই মধ্যে রাজ্য সরকারের একটি বিজ্ঞপ্তি নিয়ে গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সতীশচন্দ্র তিওয়ারি, যিনি বর্তমানে রাজ্যপালের প্রধান সচিব, তাঁকে রাজ্য সরকার নিয়োগ করল রাজ্য ফুড কমিশনের চেয়ারম্যান হিসাবে। এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় 1 ফেব্রুয়ারি।
2021 সালের 28 ফেব্রুয়ার তিওয়ারির অবসর নেওয়ার কথা। কিন্তু রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী তাঁর অবসরের পরের দিন থেকেই তিনি স্থলাভিষিক্ত হবেন রাজ্য ফুড কমিশনের চেয়ারম্যান হিসাবে। সেই পদে তাঁর মেয়াদ আগামী তিন বছর।

আরও পড়ুন:রাজ্য সরকারের উচ্চপদস্থ কর্মীরাও পাবেন ডিএ'র সুবিধা, বিজ্ঞপ্তি জারি নবান্নর
এই ব্যাপারটা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন রাজ্য মন্ত্রিসভার সদস্যরা। কেউ কেউ আবার এটিকে রুটিন নিয়োগ বলে বর্ণনা করেছেন। তবে তিওয়ারিকে এমন গুরুত্বপূর্ণ পদে বসানোর সিদ্ধান্ত নিয়ে কিছুটা হলেও শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। বিশেষত তিওয়ারি যখন ছিলেন রাজ্যপালের অত্যন্ত স্নেহভাজন এবং বিশ্বাসভাজন অফিসারদের অন্যতম।

ABOUT THE AUTHOR

...view details