কলকাতা, 12 জুন : কোরোনামুক্ত হলেন বেলেঘাটা থানার OC-ও । 15 দিনে সুস্থ হয়ে বেলেঘাটা ID হাসপাতাল থেকে ফিরলেন তিনি । থানার আধিকারিক সুস্থ হওয়ায় আপ্লুত অন্য পুলিশকর্মীরা । আজ তাঁকে পুষ্পবৃষ্টিতে বরণ করে নেন সহকর্মীরা।
কোরোনামুক্ত বেলেঘাটা থানার OC - Kolkata police
বেলেঘাটার OC-র পরিবারের মোট ছয়জন কোরোনায় আক্রান্ত হয়েছিলেন । আক্রান্ত হয়েছিলেন তিনিও । প্রত্যেকেই বেলেঘাটা ID হাসপাতালে ভরতি ছিলেন । তবে দুই সপ্তাহেই সুস্থ হয়ে ফিরলেন বেলেঘাটা থানার OC ।
বেলেঘাটার OC-র পরিবারের মোট ছয়জন কোরোনা আক্রান্ত হয়েছিলেন । আক্রান্ত হয়েছিলেন তিনিও । প্রত্যেকেই বেলেঘাটা ID হাসপাতালে ভরতি ছিলেন । 15 দিনে সুস্থ হয়ে গেলেন বেলেঘাটা থানার OC । মে মাসে একটি অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভরতি হয়েছিলেন বেলেঘাটা থানার OC-র স্ত্রী । তখন তাঁর সোয়াবের নমুনা পরীক্ষা করা হয় । জানা যায়, তিনি কোরোনা পজ়িটিভ । তারপর পুলিশ আধিকারিকের এবং পরিবারের অন্য সদস্যদেরও নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় । 27 মে পুলিশ আধিকারিকের রিপোর্ট পজ়িটিভ আসে । তখন থেকে তিনি বেলেঘাটা ID হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । বেলেঘাটা থানার OC-র আগে আক্রান্ত হয়েছিলেন গার্ডেনরিচ, প্রগতি ময়দান, বউবাজার থানার OC । আক্রান্ত হয়েছিলেন গড়ফা থানার অ্যাডিশনাল OC-ও । তাঁরা ইতিমধ্যে সুস্থ হয়েছেন ।
লকডাউনে সক্রিয় ভূমিকা পালন করেছে কলকাতা পুলিশ । কেউ লকডাউন ভাঙলে তাঁর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করেছে । প্রতিটি গাড়ি পরীক্ষা করেছে । শহরবাসীকে সাহায্য করেছে ।গরিব মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছে তারা । কিন্তু এরই মধ্যে কলকাতা পুলিশের প্রায় 232 জন কর্মী কোরোনায় আক্রান্ত হন । তাঁদের মধ্যে বেশ কয়েকজন সুস্থ হলেও এখনও পর্যন্ত সক্রিয় রোগীর সংখ্যা অনেক ।