কলকাতা, 8 জুলাই: রাজ্যে প্রথম শুরু হচ্ছে ধাত্রীবিদ্যার প্রশিক্ষণ (Obstetrics Training)। এনআরএস হাসপাতালে (NRS Hospital) এই বিষয়ে ক্লাস করানো হবে ৷ চলতি বছরের শেষ দিক থেকেই পঠন-পাঠন শুরু করানোর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের ৷
ধাত্রীবিদ্যা হল মূলত প্রসব এবং প্রসবোত্তর সময়ের উপর বিশেষ অধ্যয়ন ৷ এটি 'মেডিক্যাল স্পেশালিটি' হিসাবে প্রসূতিবিদ্যা বা গাইনোকোলজির অধীনস্ত একটি বিষয় ৷ প্রাকৃতিকভাবে কিংবা অস্ত্রোপচারের মাধ্যমে প্রসবের ক্ষেত্রে এই বিদ্যা প্রয়োজনীয় ৷ দু'টি ক্ষেত্রেই এই বিদ্যার প্রয়োগ হতে পারে ৷
আরও পড়ুন:Waste Management Rule: আবাসন বা প্রতিষ্ঠানে কম্প্যাক্টর ও কম্পোস্ট মেশিন বসানো বাধ্যতামূলক, জানিয়ে দিল কেএমসি
রাজ্যে ধাত্রীবিদ্যার যে প্রশিক্ষণ শুরু হচ্ছে, তার সময়সীমা 2 বছর ৷ এর মধ্যে প্রথম দেড় বছর শুধুমাত্র প্রশিক্ষণ চলবে ৷ শেষ ছ'মাস নিজেদের এলাকায় গিয়ে সংশ্লিষ্ট কর্মস্থলে শিক্ষানবীশ হিসাবে কাজ করতে হবে ৷ আগে নার্সিংয়ের প্রশিক্ষণের সঙ্গেই ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ দেওয়া হত ৷ কিন্তু এবার আলাদাভাবে এই কোর্স করানো হবে ৷
রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী এই বিষয়ে জানিয়েছেন, "রাজ্যে প্রথম এনআরএস হাসপাতালে এই প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলা হচ্ছে ৷ রাজ্যে শিশুমৃত্যু কেন্দ্র করে একাধিকবার নানা অভিযোগ উঠে এসেছে ৷ কিন্তু, আলাদাভাবে ধাত্রীবিদ্যার প্রশিক্ষণ দেওয়ার ফলে আগামিদিনে প্রসবের সময় কোনও সমস্যা হলে দ্রুত সমাধানসূত্র বের করা সম্ভব হবে ৷"
হাসপাতাল সূত্রে খবর, আপাতত 30 জনকে এই প্রশিক্ষণ দেওয়া হবে ৷ পরবর্তীকালে সেই সংখ্যা আরও বাড়ানো হতে পারে ৷