কলকাতা, 16 এপ্রিল : ইংরেজবাজারে নাবালিকাকে ধর্ষণকাণ্ডে আইসি-সহ তিন পুলিশ আধিকারিককে লালবাজারে তলব (Observer Damayanti Sen Called Three Police Officers to Lalbazar in Englishbazar Rape Case) ৷ লালবাজার সূত্রে খবর, কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার দময়ন্তী সেন তদন্তের গতিপ্রকৃতি সম্পর্কে জানতে চেয়ে তাঁদের তলব করেছেন ৷ বিকেল চারটেয় কলকাতা পুলিশের সদর দফতরে এনিয়ে বৈঠক হবে ৷
জানা গিয়েছে, ইংরেজবাজার থানার আইসি আশিস দাস, ডিএসপি হেড কোয়ার্টার প্রশান্ত দেবনাথ এবং অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার অমিত কুমারকে তলব করা হয়েছে নাবালিকাকে ধর্ষণের ঘটনায় তদন্ত প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য ৷ প্রসঙ্গত, চলতি সপ্তাহে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ইংরেজবাজার, দেগঙ্গা, মাটিয়া এবং বাঁশদ্রোণী ধর্ষণকাণ্ডের তদন্তে পর্যবেক্ষক হিসেবে কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার (2) দময়ন্তী সেনকে দায়িত্ব দেন ৷ সেই দায়িত্বভার গ্রহণ করেই আজ ইংরেজবাজারের ঘটনায় জেলা পুলিশের 3 কর্তাকে লালবাজারে ডেকে পাঠিয়েছেন তিনি ৷
লালবাজার সূত্রে খবর, তদন্তে কতটা গতি আনতে পেরেছে পুলিশ ? কীভাবে তদন্তের গতিপ্রকৃতি সাজানো হয়েছে ? কে কে ওই তদন্ত প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন ? কি কি তথ্য এবং প্রমাণ ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ? এমনই সব তথ্য জানতে চেয়ে আজ বিকেল 4টেয় ওই তিন পুলিশ আধিকারিকের সঙ্গে বৈঠকে বসবেন দময়ন্তী সেন ৷ সূত্রের খবর, এই ঘটনায় ইতিমধ্যে নাকি তদন্তকারীরা চার্জশিট তৈরি করে ফেলেছেন ৷ আজ দময়ন্তী সেনের সঙ্গে বৈঠকে সেই চার্জশিট পেশ করা হবে ৷ মামলাগুলির পর্যবেক্ষক হিসেবে তিনি গ্রিন সিগন্যাল দিলে, সেই চার্জশিট আদালতে পেশ করা হবে ৷
আরও পড়ুন : Damayanti Sen to probe Rape Cases : মাটিয়া, ইংরেজবাজার-সহ চারটি ধর্ষণকাণ্ডে দময়ন্তী সেনকে তদন্তভার হাইকোর্টের
প্রসঙ্গত, গত 27 মার্চ ইংরেজবাজারে বাড়িতে ঢুকে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে ৷ ওই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারও করে পুলিশ ৷ এর পরেই কলকাতা হাইকোর্টে এ নিয়ে মামলা রুজু হয় ৷ সেখানে ইংরেজবাজার, দেগঙ্গা, মাটিয়া এবং বাঁশদ্রোণী ধর্ষণকাণ্ডে দময়ন্তী সেনকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করে আদালত ৷ লালবাজার সূত্রে খবর, দেগঙ্গা ধর্ষণকাণ্ডের তদন্তকারী দুই পুলিশ আধিকারিককেও আজ ডেকে পাঠানো হয়েছে ৷