কলকাতা,10 মে : শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের মন্ত্রীরা ৷ কোভিড বিধি মেনে একেবারেই অনাড়ম্বরভাবে শপথগ্রহণ করলেন 43 জন মন্ত্রী ৷ সব মন্ত্রী একসঙ্গে শপথ নেন ৷ মাত্র 8 মিনিটের সংক্ষিপ্ত অনুষ্ঠানে রাজ্যপাল জগদীপ ধনখড় মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান ৷
কোভিড আবহে একসঙ্গে শপথ 43 মন্ত্রীর, ভার্চুয়াল শপথ অমিত-ব্রাত্য-রথীনের - মমতা বন্দ্যোপাধ্যায়
কোভিড আবহে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে দিয়েই শপথ নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা ৷ মাত্র 8 মিনিটে একসঙ্গে শপথ নেন 43 জন মন্ত্রী ৷ অমিত মিত্র, ব্রাত্য বসু ও রথীন ঘোষ অসুস্থ থাকায় ভার্চুয়াল শপথ নেন ৷
এ বারের মন্ত্রিসভাতে পূর্ণ মন্ত্রী হলেন 24 জন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হলেন 10 জন, আর 9 জন হয়েছেন প্রতিমন্ত্রী । অর্থমন্ত্রকের দায়িত্ব সামলাবেন অমিত মিত্রই ৷ অসুস্থতার জন্য তিনি নির্বাচনে না-লড়লেও তাঁকে অর্থমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে অসুস্থতার কারণে আজ ভার্চুয়াল শপথ নিলেন তিন জন মন্ত্রী ৷ অমিত মিত্র, ব্রাত্য বসু ও রথীন ঘোষ ভার্চুয়ালি শপথ নেন ৷ শপথ গ্রহণের পর হবে মন্ত্রিসভার বৈঠক ৷ সেখানেই দফতর বণ্টন করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
এ বার পূর্ণ মন্ত্রী হলেন সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়,অমিত মিত্র, সাধন পাণ্ডে, জ্যোতিপ্রিয় মল্লিক, বঙ্কিমচন্দ্র হাজরা, মানসরঞ্জন ভুঁইয়া, সৌমেন মহাপাত্র, মলয় ঘটক, অরূপ বিশ্বাস, উজ্জ্বল বিশ্বাস, অরূপ রায়, রথীন ঘোষ, ফিরহাদ হাকিম, চন্দ্রনাথ সিংহ, শোভনদেব চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, পুলক রায়, শশী পাঁজা, গোলাম রব্বানি, বিপ্লব মিত্র, জাভেদ আহমেদ খান, স্বপন দেবনাথ ও সিদ্দিকুল্লাহ চৌধুরী । স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হলেন,বেচারাম মান্না, সুব্রত সাহা, হুমায়ুন কবীর, অখিল গিরি, চন্দ্রিমা ভট্টাচার্য, রত্না দে নাগ, সন্ধ্যারাণী টুডু, বুলুচিক বরাইক, সুজিত বসু ও ইন্দ্রনীল সেন। প্রতিমন্ত্রী হলেন,দিলীপ মণ্ডল, আক্রুজ্জমান, শিউলি সাহা, শ্রীকান্ত মাহাত, সবিনা ইয়াসমিন, বীরবাহা হাঁসদা, জ্যোৎস্না মান্ডি, পরেশচন্দ্র অধিকারী ও মনোজ তিওয়ারি।