কলকাতা, 10 জুন : সোশ্যাল মিডিয়া খুললেই এখন সবচেয়ে ট্রেন্ডিং যে বিষয়গুলি, তার মধ্যে উপরের সারিতে চোখ পড়বে হ্যাশট্যাগ নুসরত জাহানে (Nusrat Jahan)৷ গত কয়েকদিন ধরেই তাঁর সন্তানসম্ভবা হওয়ার খবর নিয়ে জলঘোলা শুরু হয়েছিল ৷ খবরটা সত্যি হলে সেই সন্তান কার ? তাঁর স্বামী নিখিল জৈন (Nikhil Jain) নাকি বর্তমান চর্চিত বয়ফ্রেন্ড যশ দাশগুপ্তের ? তাহলে কি শিগগিরই নিখিলের সঙ্গে বিবাহবিচ্ছেদ করে যশের সঙ্গে ঘর বাঁধবেন তৃণমূল সাংসদ ? এমনই নানা প্রশ্ন চালাচালি শুরু হয়েছিল নানা মহলে ৷ এই অবস্থায় নীরবতা ভেঙে অভিনেত্রী বিবৃতি দেওয়ার পরই সেই জল্পনার আগুনে যেন ঘি পড়ে ৷ তৃণমূল সাংসদ দাবি করেন, নিখিলের সঙ্গে তাঁর বিয়ে বৈধ নয় ৷ তিনি শুধু নিখিলের সঙ্গে লিভ-ইন করেন ৷ কাজেই বিবাহবিচ্ছেদের কোনও প্রশ্নই ওঠে না ৷ নুসরত জাহানের এই বিবৃতির পরই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণ ঘটেছে ৷ নুসরতের দাবি কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনরা ৷ তাঁদের বক্তব্যের কিছু যুক্তিও রয়েছে ৷
নুসরত বিবৃতি দিয়ে দাবি করেছেন, "তুরস্কের বিয়ের আইন অনুযায়ী বিদেশের ওই অনুষ্ঠান অবৈধ ৷ আর যেহেতু এটা দুই ধর্মে বিয়ে, সে জন্য এটি বৈধতা পেতে স্পেশ্য়াল ম্যারেজ অ্যাক্টের স্বীকৃতি প্রয়োজন, যেটা ঘটেনি ৷ আইন অনুযায়ী এটা কোনও বিয়ে নয় ৷ এটা একটা সম্পর্ক অথবা একটা লিভ-ইন সম্পর্ক ৷" নুসরতের এই বক্তব্যে নেটিজেনদের প্রশ্ন, তাহলে কি শুধু লিভ-ইন করার জন্য এত খরচ করে তুরস্কে গিয়ে আচার অনুষ্ঠান পালন করা হল ? যদি এটা বিয়ে না-ই হয়, তাহলে কেন কলকাতায় এসে রিসেপশন পার্টির আয়োজন করেছিলেন নিখিল ও নুসরত ? সেই রিসেপশনে টলিউডের সেলিব্রিটিরা উপস্থিত থেকে নবদম্পতিকে আশীর্বাদও করেছিলেন ৷ হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ সেই সব ছবিই নেটমাধ্যমে এখন ঘুরে বেড়াচ্ছে ৷ ট্রোল করা হচ্ছে তৃণমূল সাংসদকে ৷ তারপরেও নানা অনুষ্ঠানে শাঁখা-সিঁদুর পরে বধূ বেশেই দেখা গিয়েছে অভিনেত্রীকে ৷ তুরস্ক থেকে ফিরে সাংসদ হিসেবে লোকসভায় তিনি যখন শপথ নিতে গিয়েছিলেন, তখনও তাঁর হাত থেকে বিয়ের মেহেন্দি ওঠেনি ৷ তিনি যে সেই বিয়েতে মান্যতা দিয়েছিলেন, এমন নানা ঘটনাই তার প্রমাণ - দাবি নেটিজেনদের ৷
আরও পড়ুন:Nusrat Jahan: লোকসভার ওয়েবসাইটে বিবাহিত নুসরত, আইনও বলছে বিয়ে বৈধ
শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ও ইনস্টাগ্রামে নিজের প্রোফাইলে নিখিলের সঙ্গে তাঁর বিয়ে ও নানা ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী ৷ ইনস্টাগ্রাম থেকে সব ছবি সরিয়ে নিলেও এখনও ফেসবুকের পাতায় রয়ে গিয়েছে বেশ কয়েকটি ছবি ৷ নিখিলের বস্ত্র বিপণির বিজ্ঞাপনে তাঁর ও নুসরতের ছবি দিয়ে ক্যাচলাইনে লেখা রয়েছে, "আমি আসছি, সঙ্গে জামাই ৷ জমাতে আসর শালিদের চাই ৷" সেই ছবিও এখনও দেখা যাচ্ছে নুসরতের ফেসবুকের পাতায় ৷ এতকিছুর পরও কীভাবে নুসরত তাঁর বিয়েকে অস্বীকার করেন, তা নিয়ে অভিনেত্রীকে প্রশ্নবাণে জর্জরিত করেছেন নেটিজেনরা ৷