পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Nusrat Jahan : ছেলে কোলে যশ, হাসপাতাল থেকে ছুটি নুসরতের - নুসরতের ছেলে কোলে যশ

হাসপাতাল থেকে ছুটি পেলেন নুসরত জাহান (Nusrat Jahan) ৷ গত বৃহস্পতিবারই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন সাংসদ- অভিনেত্রী ৷ তারপর থেকে সদ্যোজাতের সঙ্গে হাসপাতালেই ছিলেন তিনি ৷ সূত্রের খবর, সদ্যোজাতের বেশ কিছু শারীরিক পরীক্ষা হওয়ার কথা ছিল ৷ সেসবের পালা মিটতেই সোমবার ছেলেকে নিয়ে বাড়ির পথে রওনা দেন নুসরত ৷ সঙ্গে ছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Dasgupta) ৷ তাঁর কোলেই ছিল সদ্যোজাত ৷

Nusrat Jahan released from hospital with newborn son and Yash Dasgupta
Nusrat Jahan : ‘ছেলে’ কোলে যশ, হাসপাতাল থেকে ছুটি নুসরতের

By

Published : Aug 30, 2021, 1:38 PM IST

Updated : Aug 30, 2021, 3:00 PM IST

কলকাতা, 30 অগস্ট :জল্পনার অবসান কি হল ? নুসরত জাহানের (Nusrat Jahan) ছেলেকে কোলে নিয়ে যশ দাশগুপ্ত (Yash Dasgupta) কি প্রমাণ করে দিলেন, তিনিই সদ্যোজাতের বাবা ? নুসরত বা যশ এই প্রশ্নের উত্তর না দিলেও এ নিয়ে কাটাছেঁড়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই ৷ গত কয়েক মাস ধরে টানা খবরে থেকেছেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান ৷ তাঁকে ঘিরে শিরোনামে উঠে এসেছে আরও দু’টি নাম ৷ তার একটি অভিনেতা যশ দাশগুপ্ত হলে অন্যটি অবশ্যই নিখিল জৈন (Nikhil Jain) ৷ যাঁকে কয়েক মাসে আগে পর্যন্ত নুসরতের স্বামী বলেই জানত আমজনতা ৷ এমনকী, বেশ কিছু নথিতে নুসরত নিজেও নিখিলকে ‘স্বামী’ বলেই উল্লেখ করেছিলেন বলে দাবি সূত্রের ৷

আরও পড়ুন :Nusrat Jahan: মা হলেন নুসরত জাহান

বস্তুত, তুরস্কের সমুদ্র তটে নিখিল-নুসরতের ‘বিয়ে’র আসর চোখ ধাঁধিয়ে দিয়েছিল ৷ পরবর্তীতে নববধূর বেশে নুসরতের সংসদে দাঁড়িয়ে শপথগ্রহণ হোক, কিংবা একেবারে আটপৌঢ়ে বাঙালি সাজে দশমীর সিঁদুরখেলা, সবেতেই নজর কেড়েছিল এই জুটি ৷ এর কিছুদিন পর থেকে অবশ্য শুরু হয় দ্বন্দ্ব ৷ কানাঘুষো শুরু হয় নিখিল-নুসরতের সম্পর্কের রসায়ন নিয়ে ৷ সব শেষে প্রকাশ্যে আসে একটি বিবৃতি ৷ যেটিকে নুসরতের বলে দাবি করা হলেও নায়িকা নিজে কখনও এ নিয়ে মুখ খোলেননি ৷ তাতে বলা হয়, নিখিলের সঙ্গে নুসরতের নাকি কোনও দিন বিয়েই হয়নি !

এসব নিয়ে মুচমুচে আলোচনার মধ্যেই জানা যায় নুসরত সন্তানসম্ভবা ৷ ততদিনে গল্পে পাকাপাকিভাবে ঢুকে পড়েছে আর এক চরিত্র ৷ নাম যশ দাশগুপ্ত ৷ পেশায় অভিনেতা ৷ বন্ধু যশের সঙ্গে ঘনিষ্ঠতাই কি নুসরতের গর্ভবতী হওয়ার কারণ ? এ নিয়ে গবেষণা যত হয়েছে, তার থেকেও বেশি রটেছে কেচ্ছা ৷ যাকে যশ বা নুসরত, পাত্তা দেননি কেউই ৷ এরই মধ্যে গত বৃহস্পতিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন অভিনেত্রী ৷ সোমবার হাসপাতাল থেকে ছাড়া পান তিনি ৷

সূত্রের খবর, সদ্যোজাতের বেশ কিছু শারীরিক পরীক্ষা হওয়ার কথা ছিল ৷ সেসবের পালা মিটতেই এদিন ছুটি পান নুসরত ৷ সদ্য মা হওয়া নুসরতকে ক্যামেরাবন্দি করতে আগে থেকেই হাসপাতালের বাইরে হত্যে দিয়ে পড়েছিলেন সাংবাদিক ও চিত্র সাংবাদিকরা ৷ তাঁদের দেখতে পেয়ে হাত জোড় করে নমস্কার করেন নুসরত ৷ পরনে ছিল ট্রেন্ডি এথনিক ওয়্যার ৷ এরপরই হাসপাতাল থেকে বের হন যশ ৷ তাঁর বেশ-ভুষা অবশ্য ওয়েস্টার্ন ক্যাজুয়ালই ছিল ৷ নজর কাড়ে তাঁর দু’হাত ৷ তাতে যত্ন করে ধরা ছিল তোয়ালে মোড়া একটি শিশু ৷ সে আর কেউ নয় ৷ নুসরতের ছেলে ৷ একরত্তিকে আগলে ধরেই গাড়িতে ওঠেন যশ ৷ গিয়ে বসেন চালকের আসনে ৷ ততক্ষণে পাশের আসনে উঠে বসেছেন নুসরত ৷ এরপর মায়ের হাতেই তাঁর সন্তানকে তুলে দেন অভিনেতা ৷

আরও পড়ুন :Mimi Congratulates Nusrat: নুসরতকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, বোনুয়াকে অভিনন্দন মিমির

যেভাবে নুসরতের ছেলেকে কোলে নিয়ে হাসপাতাল থেকে বের হন যশ, তাতে চায়ের আসরে ‘গবেষণা’র নতুন খোরাক পেয়ে গেল আমজনতা ৷ অধিকাংশেরই দাবি, যশের এই আচরণই বলে দেয়, তিনিই নুসরতের সন্তানের বাবা ৷ প্রসঙ্গত, ছেলের পিতৃপরিচয় নিয়ে এখনও মুখের কুলুপ সরাননি নুসরত ৷ সূত্রের খবর, হাসপাতালে নুসরত নাকি জানিয়েছিলেন, তিনি চান, সন্তান বড় হোক তাঁরই পরিচয়ে ৷ কোনও মেয়ের এমন আচরণে খুব একটা অভ্যস্ত নয় আমবাঙালি ৷ তাই সমালোচনা, খোশ গল্প, এমনকী কটূ কথাও যে চলবে, তা বলাই বাহুল্য ৷ সেসবের আঁচ বাঁচিয়েই সুস্থ ও স্বাভাবিকভাবে বেড়ে উঠুক নুসরতের সন্তান, এটাই কাম্য ৷ তাই ইটিভি ভারতের তরফে সদ্যোজাত ও তার মাকে অনেক অভিনন্দন ও শুভকামনা ৷

Last Updated : Aug 30, 2021, 3:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details