পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Nupur Sharma skips summon: প্রাণ সংশয়ের শঙ্কায় কলকাতা পুলিশের সমন এড়ালেন নূপুর শর্মা - হাজিরা এড়ালেন নূপুর শর্মা

প্রাণ সংশয়ের শঙ্কায় কলকাতা পুলিশের সমন এড়ালেন নূপুর শর্মা (Nupur Sharma skips summon)৷ তিনি হাজিরা দেওয়ার জন্য চার সপ্তাহ সময় দেওয়ার আর্জি জানিয়েছেন (Kolkata Police)৷

nupur-sharma-skips-summon-by-kolkata-police
প্রাণ সংশয়ের শঙ্কায় কলকাতা পুলিশের সমন এড়ালেন নূপুর শর্মা

By

Published : Jun 20, 2022, 5:29 PM IST

কলকাতা, 20 জুন:নারকেলডাঙা থানার সমন এড়ালেন নূপুর শর্মা (Nupur Sharma skips summon)৷ হাজিরা দেওয়ার জন্য ই-মেইল পাঠিয়ে চার সপ্তাহ সময় চেয়ে নিয়েছেন তিনি ৷ তবে তাঁকে সেই সময় দেওয়া হবে কি না, সে ব্যাপারে এখনও নিশ্চিত কোনও সিদ্ধান্তে উপনীত হতে পারেনি লালবাজার । বৈঠক করে উচ্চপদস্থ আধিকারিকরা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে লালবাজার সূত্রে খবর (Kolkata Police)।

এ দিন সকালে নূপুর শর্মার নারকেলডাঙা থানায় হাজিরা দেওয়ার কথা ছিল (Nupur Sharma row)। কিন্তু এ দিন বিজেপি থেকে বহিষ্কৃত নেত্রী ই-মেইল মারফত কলকাতা পুলিশকে জানিয়ে দেন, তিনি আসতে পারবেন না । কারণ তাঁর প্রাণ সংশয় রয়েছে । তিনি চার সপ্তাহ সময় চেয়েছেন কলকাতা পুলিশের কাছ থেকে । ই-মেইলে স্পষ্ট ভাবে ইঙ্গিত রয়েছে, চার সপ্তাহ পর তিনি সংশ্লিষ্ট থানায় হাজিরা দিতে পারবেন । তবে নূপুর শর্মার এই ই-মেইলের উত্তর এখনও পর্যন্ত দেয়নি লালবাজার ।

আদৌও নূপুর শর্মাকে চার সপ্তাহের সময়সীমা দেওয়া হবে ? নাকি কোনও সময়সীমা না দিয়ে ফের তাঁকে সমন পাঠাতে চলেছে লালবাজার ? এ বিষয়ে কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি । এ বিষয়ে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ করা হবে ।

আরও পড়ুন:Nupur Sharma Row: আজ নারকেলডাঙা থানায় হাজিরা, আসবেন নূপুর শর্মা ?

সম্প্রতি বিজেপি নেত্রী নূপুর শর্মার করা বিতর্কিত মন্তব্যের জেরে রাজ্যে একাধিক জেলায় আইন-শৃঙ্খলার অবনতি হয় । পাশাপাশি হাওড়ার উলুবেড়িয়া, ধূলাগড়-সহ একাধিক জায়গায় আইনশৃঙ্খলার অবনতি ঘটতে থাকে । শুধু হাওড়া জেলা নয়, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতেও আইন শৃঙ্খলার অবনতি ঘটে । তারপরে হাওড়ার গ্রামীণ পুলিশ সুপার এবং হাওড়া কমিশনারেটের নগরপালকে পরিবর্তন করা হয় । বিতর্কিত মন্তব্য করার জন্য নূপুর শর্মাকে সমন পাঠিয়ে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় নারকেলডাঙা থানার পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details