পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata on Nupur Sharma: কেন তাঁকে গ্রেফতার করা হবে না ? নাম না-করে নূপুর শর্মাকে তোপ মমতার - নূপুর শর্মা

কেন তাঁকে গ্রেফতার করা হবে না (Mamata Banerjee on Nupur Sharma)? নূপুর শর্মাকে (Nupur Sharma should be arrested) নিয়ে প্রশ্নের জবাবে এই প্রশ্নই তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata on Nupur Sharma)৷

Nupur Sharma should be arrested, says Mamata Banerjee
নূপুর শর্মাকে কেন গ্রেফতার করা হবে না ? প্রশ্ন মমতার

By

Published : Jul 5, 2022, 9:22 AM IST

Updated : Jul 5, 2022, 10:29 AM IST

কলকাতা, 5 জুলাই:যে দেশে আগুন ছড়াচ্ছে, তাঁকে কেন গ্রেফতার করা হবে না ? নাম না করে বরখাস্ত হওয়া বিজেপি নেত্রী নূপুর শর্মাকে গ্রেফতারের পক্ষে সওয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata on Nupur Sharma)। বাংলার মুখ্যমন্ত্রীর মত, এই ধরনের মানুষের নাম এড়িয়ে চলাই ভালো । বিশেষ করে সর্বভারতীয় গণমাধ্যমে নাম না করাই শ্রেয় ।

সোমবার সর্বভারতীয় সংবাদ মাধ্যমে নূপুর শর্মা প্রসঙ্গে এমন প্রতিক্রিয়া দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Nupur Sharma should be arrested)। সোমবার আলোচনা পর্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে নূপুর শর্মা ইস্যুতে প্রশ্ন করা হলে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী । নূপুর শর্মার গ্রেফতারি প্রসঙ্গে এ দিন মুখ্যমন্ত্রী বলেন, "কেন গ্রেফতার করা হবে না তাঁকে ? এখন সুপ্রিম কোর্ট বলেছে বলে অনেকে সমালোচনা করছেন । কিন্তু আমাদের অবস্থান স্পষ্ট অনেক আগে থেকেই । হিংসা ভেদাভেদ সৃষ্টিকারী শক্তির সঙ্গে আপোষ নয় ।"

এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, এটাই প্রথম নয়, এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে (Mamata Banerjee on Nupur Sharma)। বাংলাদেশের ফেক ভিডিয়ো দেখিয়ে বলা হয়েছে, এটি পশ্চিমঙ্গের । সেই সময়ও তাঁর বিরুদ্ধে এফআইআর করা হয় । মুখ্যমন্ত্রীর প্রশ্ন, এরপরেও কেন তাঁকে গ্রেফতার করা হবে না !

এ দিন এই মঞ্চ থেকে বিজেপিকে তুলোধোনা করে মমতা বলেন, "কেউ আগুন নিয়ে খেলতে পারেন না । কেন জাতপাতের রাজনীতি হবে ? আমরা এতে বিশ্বাস করি না । আমরা হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সবার । আমরা সমস্ত ধর্মের ।"

আরও পড়ুন:নির্মল বলেছিলেন মা সারদা আর বিশ্বজিৎ মমতার মধ্যে খুঁজে পেলেন রানি রাসমণিকে

প্রসঙ্গত এই সর্বভারতীয় গণমাধ্যমের সাক্ষাৎকারে রোদ্দুর রায়ের গ্রেফতার প্রসঙ্গেও মুখ খুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী । ইউটিউবার রোদ্দুর রায়কে নিয়ে কম বিতর্ক হয়নি । বেশ কিছুদিন হাজতবাস করে আপাতত শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন রোদ্দুর । সেই গ্রেফতারি নিয়ে সোমবার প্রথম মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

কেন্দ্রের ইডি-সিবিআই, রাজ্যের সিআইডি-পুলিশ, ও দিকে তিস্তা সেতলওয়াড়দের গ্রেফতারি, বাংলায় রোদ্দুর রায়কে জেলে ঢোকানো — ইত্যাদির তুলনা টেনে প্রশ্ন আসতেই মমতা সাফ জানিয়ে দেন, "রোদ্দুর রায়ের বিষয়টি আমি জানিই না । আমি কাউকে গ্রেফতার করার অর্ডার দিইনি । শুনেছি অনেকগুলি এফআইআর হয়েছিল, জনমানসেও তাঁকে নিয়ে সমালোচনা ছিল । এর বেশি কিছু বলতে পারব না । সব আমি করি না ।"

Last Updated : Jul 5, 2022, 10:29 AM IST

ABOUT THE AUTHOR

...view details