কলকাতা, 25 জুন: তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য শনিবার কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানায় (Amherst Street Police Station) ডেকে পাঠানো হয়েছিল বিজেপি-র বহিষ্কৃত নেত্রী নূপুর শর্মাকে (Nupur Sharma) ৷ কিন্তু, তিনি ই-মেল করে জানান, তাঁর প্রাণ সংশয় রয়েছে ৷ তাই এখনই তাঁর পক্ষে কলকাতায় এসে থানায় হাজিরা দেওয়া সম্ভব নয় ৷ এর জন্য আরও চার সপ্তাহ সময় হাতে চেয়েছেন নূপুর ৷ যদিও কলকাতা পুলিশ এই দাবি মানতে নারাজ ৷
লালবাজার (Lal Bazar) সূত্রে জানা গিয়েছে, তাদের পক্ষে নূপুরের দাবি মেনে তাঁকে আরও চার সপ্তাহ সময় দেওয়া সম্ভব নয় ৷ কারণ, তাঁকে অবিলম্বে জেরা করাটা জরুরি ৷ সেক্ষেত্রে নূপুরকে আদালতের সমন পাঠানো হতে পারে ৷ তবে, কবে ফের নূপুরকে তলব করা হবে, তা নিয়ে মুখ খুলতে চাননি কলকাতা পুলিশের কর্তারা ৷