কলকাতা, 20 জুন: আজ নারকেলডাঙা থানায় হাজিরা দেওয়ার কথা বিজেপি নেত্রী নূপুর শর্মার (Nupur Sharma Row)। তবে তিনি আজ হাজিরা দেবেন কি না, সে বিষয়ে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি । কলকাতা পুলিশের ডিসি ইএসডি প্রিয়ব্রত রায় জানিয়েছিলেন, নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের ফলে তাঁকে আজ নারকেলডাঙা থানায় তলব করা হয়েছে (Nupur Sharma asked to appear before Kolkata Police)।
বিজেপি থেকে বহিষ্কৃত নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে হাওড়া-সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত গন্ডগোলের সৃষ্টি হয়েছিল । বিভিন্ন জায়গায় আইন-শৃঙ্খলার অবনতি হয় । এর পরেই হাওড়ার ধুলাগড়, কোনা এক্সপ্রেসওয়ে, উলুবেড়িয়া সাব ডিভিশনের বিভিন্ন জায়গায় সড়ক পথ থেকে শুরু করে রেলপথ অবরোধ করা হয় । হাওড়ার পাঁচলায় অগ্নিসংযোগ করা হয় বেশকিছু বাড়িতে । ফলে সেখানকার আইন-শৃঙ্খলার অবনতি হয় । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কাছে রাজ্য সড়ক এবং রেলপথ অবরোধ না করে আইনের শাসন মেনে চলার আর্জি জানান (Narkeldanga PS)।