পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Yubashakti 55 Years: দ্বিগুণ বৃদ্ধি ‘যুবশক্তি’ পত্রিকার স্থায়ী পাঠক সংখ্যা - numbers of readers of Yubashakti magazine increasing

দ্বিগুণ বাড়ল যুবশক্তি পত্রিকার স্থায়ী পাঠক সংখ্যা ৷ নতুন পাঠকদের মধ্যে অধিকাংশই উত্তর 24 পরগনা জেলার ৷ শনিবার ছিল এই পত্রিকার 55তম প্রতিষ্ঠা দিবস (YUBASHAKTI in 55 YEARS)।

YUBASHAKTI 55 YEARS
দ্বিগুন বৃদ্ধি ‘যুবশক্তি’পত্রিকার স্থায়ী পাঠক সংখ্যা

By

Published : Jul 23, 2022, 10:57 PM IST

কলকাতা, 23 জুলাই:সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর মুখপত্রযুবশক্তি পত্রিকার পাঠক সংখ্যা দ্বিগুণের বেশি বৃদ্ধি পেল ৷ রাজ্যে বাম সরকার ক্ষমতায় থাকাকালীন এর স্থায়ী পাঠক সংখ্যা ছিল অনেক। কিন্তু, 2011 সালে সরকার পতনের পরে স্থায়ী পাঠক সংখ্যা কমতে থাকে। কমতে কমতে একটা সময় ডিওয়াই এফ আই মুখপত্র 'যুবশক্তি'র পাঠক সংখ্যা 5 হাজারের নীচে নেমে যায় ৷ 11 বছর পর ফের স্থায়ী পাঠক সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করেছে।

চলতি বছরেই ডিওয়াইএফআই-এর মুখপত্র ‘যুবশক্তি’র পাঠক সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে 17 হাজার 500 ৷ আজ, 23 জুলাই এই পত্রিকার 55তম প্রতিষ্ঠা দিবস (YUBASHAKTI in 55 YEARS)। সেই উপলক্ষ্যে বিগত বছরের মতো চলতি বছরও অনুষ্ঠানের আযোজন করা হয়েছে মৌলালি যুব কেন্দ্রে। সংগঠনের কর্মীরাই উপস্থিত থাকবেন এই আলোচনায় ৷

এই প্রথমবার 'নিয়ম ভেঙে' যুবশক্তি পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীতে 'ক্লোজ ডোর' আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই আলোচনা সভার প্রধান বক্তা রাজ্যের প্রাক্তন সিপিএম সম্পাদক সূর্যকান্ত মিশ্র। আলোচনার বিষয় "গ্রাম বাংলায় লুঠের রাজনীতির বিরুদ্ধে ও কাজের দাবিতে লড়াই"। সূত্রের খবর, 2023 পঞ্চায়েত নির্বাচনে যুবদের কীভাবে এগোতে হবে সেই পরামর্শই দেবেন সূর্যকান্ত মিশ্র।

আরও পড়ুন: তিস্তা সেতলওয়াড়-সহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি সিপিআইএম পলিটব্যুরোর

ডিওয়াইএফআই-এর রাজ্য কমিটির এক নেতা জানান, সরকার পড়ে যাওয়ার পর অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছিল। কিন্তু, রাজ্যের বর্তমান অর্থ-সামাজিক অবস্থা, বেকারত্ব, দুর্নীতির বিরুদ্ধে নিয়মিত প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছে এই সংগঠন। তাই, গ্রাম বাংলার যুবকরা তাঁদের সঙ্গে সামিল হচ্ছে।

যুবশক্তি" পত্রিকার সম্পদক কলতান দাশগুপ্ত বলেন, " লাগাতার লড়াই আন্দোলন চালিয়ে যাওয়ার ফলেই নতুন করে পাঠক সংখ্যা বেড়েছে। আগামীতে আরও বাড়বে।" তিনি জানান, নতুন পাঠক সংখ্যা বৃদ্ধিতে উত্তর 24 পরগনা জেলা এগিয়ে। সেখানে প্রায় 3000 পাঠক সংখ্যা বেড়েছে। এরপর মুর্শিদাবাদ, মালদহের মতো জেলাগুলি রয়েছে।

ABOUT THE AUTHOR

...view details