পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

পুজোর চারদিনের ভিড় এড়িয়ে একাদশী থেকে বাড়ল মেট্রোর সংখ্যা - ইস্ট-ওয়েস্ট মেট্রো

পুজোর চারদিন যাতে বেশি ভিড় না হয় সেই কথা মাথায় রেখেই কলকাতা মেট্রোর ট্রেনের সংখ্যা কমিয়ে করা হয়েছিল 68টি । আজ একাদশী থেকেই নোয়াপাড়া থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত ট্রেনের সংখ্যা বেড়ে হল 152টি ।

number of metro rail has increased train from today
number of metro rail has increased train from today

By

Published : Oct 27, 2020, 8:49 PM IST

কলকাতা, 27 অক্টোবর : কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে পুজোর কদিন ভিড় নিয়ন্ত্রণে চালানো হয়েছিল অল্প ট্রেন । তবে আজ থেকে আবার স্বাভাবিক হল কলকাতা মেট্রো ও ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা । মঙ্গলবার থেকে বাড়াল ট্রেনের সংখ্যা ।

পুজোর চারদিন যাতে বেশি ভিড় না হয় সেই কথা মাথায় রেখেই কলকাতা মেট্রোর ট্রেনের সংখ্যা কমিয়ে করা হয়েছিল 68টি । আজ একাদশী থেকেই নোয়াপাড়া থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত ট্রেনের সংখ্যা বেড়ে হল 152টি । একইভাবে দুটি ট্রেনের মধ্যে ব্যবধান কমে হল 8 মিনিট । পুজোর কদিন ইস্ট-ওয়েস্ট মেট্রো চলাচল করেছিল বেলা 2 থেকে রাত 8টা পর্যন্ত । দুটি ট্রেনের মধ্যে ব্যবধান ছিল প্রায় 30 মিনিট । একাদশী থেকে স্বাভাবিক হল ইস্ট-ওয়েস্টে পরিষেবাও । আজ থেকে সকাল 8টা থেকে শুরু হল পরিষেবা । অন্যদিকে দিনের শেষ মেট্রো মিলেছে সন্ধ্যে 7.46 মিনিটে । সল্টলেক সেক্টর ফাইভ থেকে ও ফুলবাগানের দিক থেকে শেষ মেট্রো ছাড়ে সন্ধ্যে 7.30টার সময় । আজ থেকে ট্রেন স্বাভাবিক হলেও রেকগুলি মোটামুটি খালিই ছিল । আজ থেকে কলকাতা মেট্রোর দিনের শেষ ট্রেন মিলেছে রাত 9টা নাগাদ । নোয়াপাড়া থেকে দিনের শেষ মেট্রো ছাড়ে রাত 8.55 মিনিটে ।

একদিকে যেমন ভিড় এড়াতে মেট্রো কমানো হয় পুজোর চারদিন ৷ তেমনই যেটুকু ট্রেন চলেছে তাতেও ছিল সামান্যই যাত্রী ৷ গতবছর যেখানে চতুর্থী থেকে নবমী পর্যন্ত কলকাতা মেট্রোতে যাতায়াত করেন প্রায় 49.5 লাখ যাত্রী, সেখানে এবার পুজোর চারদিনে ছিল না বিন্দুমাত্র ভিড় ।

ABOUT THE AUTHOR

...view details