কলকাতা, 8 জুলাই: 2016 সালের থেকে 2018 সালে দুর্ঘটনা কমেছে 35 শতাংশ । একমাত্র বাংলায় 365 দিন 'সেফ ড্রাইভ সেভ লাইফ' অভিযান চালানো হয় । 'সেফ ড্রাইভ সেভ লাইফ'-র তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে একথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
আজ সকালে হরিশ মুখার্জি রোডে শতাধিক বাইক নিয়ে কলকাতা পুলিশের সচেতনতা-যাত্রার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরপাল অনুজ শর্মা । অনুষ্ঠানের উদ্বোধন করে মমতা বলেন, "2016 সালের 8 জুলাই, পথ দুর্ঘটনা কমানোর উদ্দেশ্যে সরকারের উদ্যোগে চালু হয়েছিল সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। এর ফলে 2016 সালের চেয়ে 2018 সালে দুর্ঘটনা কমেছে 35 শতাংশ । মৃত্যু কমেছে 27 শতাংশ । 2016-তে শহরে পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন 407 জন। 2018-তে সেটা কমে দাঁড়িয়েছে 294। পুলিশ কাজটা খুব ভালোভাবে করছে । সমাজের সকলেই একাজে পুলিশকে সাহায্য করছে ।"