কলকাতা, 10 মে : আবারও বাড়ল কলকাতার কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা । আজ সেই সংখ্যা বেড়ে হয়েছে 330 । গতকাল এই সংখ্যা ছিল 326 । আজ নতুন করে কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা বেড়েছে 4 টি।
আজ কলকাতায় মোট কোরোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 948 । গতকাল এই সংখ্যাটা ছিল 911 । শুধুমাত্র কলকাতায় গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 37 জন । সংখ্যাটা গতকালের তুলনায় কম । কলকাতায় এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 208 জন। আজ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 9 জন। সরাসরি কোরোনার কারণে মৃত্যু হয়েছে 74 জনের। গতকাল পর্যন্ত এই সংখ্যাটা ছিল 64 । অর্থাৎ, 10 জন রোগীর মৃত্যু হয়েছে গত 24 ঘণ্টায়।
কলকাতায় কনটেইনমেন্ট জ়োন 330
কলকাতায় মোট কোরোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 948 । গতকাল এই সংখ্যাটা ছিল 911 । শুধুমাত্র কলকাতায় গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 37 জন ।
এই মুহূর্তে কোরোনা আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা 614 । প্রশাসন তরফে জানানো হয়েছে, কনটেইনমেন্ট জ়োন চিহ্নিত করার ক্ষেত্রে বেশ কিছু বিষয়কে মাথায় রাখা হচ্ছে । গত 21 দিনে সেই এলাকায় কেউ আক্রান্ত হয়েছেন কি না, ওই এলাকায় কারও কোনওরকম লক্ষণ বা উপসর্গ আছে কি না, এই সব বিষয়ের উপর জোর দেওয়া হচ্ছে । সেটা যদি না হয় তবে সেই এলাকাটিকে কনটেইনমেন্ট জ়োনের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে । আবার নতুন করে যুক্ত করা হচ্ছে অন্য এলাকা ।
কনটেইনমেন্ট জ়োন হিসেবে যে এলাকাগুলি চিহ্নিত করা হয়েছে তার মধ্যে সবথেকে বেশি রয়েছে মধ্য কলকাতার এলাকা । তার পরেই রয়েছে উত্তর কলকাতা এবং পূর্ব কলকাতা এবং বন্দর এলাকা । বন্দর এলাকাকে বেশি করে গুরুত্ব দিতে শুরু করেছে রাজ্য প্রশাসন ।