কলকাতা, 6 মে : কলকাতায় আরও বাড়ল কনটেইমেন্ট জ়োনের সংখ্যা । কলকাতার কনটেইমেন্ট জ়োনের সংখ্যা বেড়ে হল 334 ।
ক্রমশ পরিস্থিতি প্রতিকূল হচ্ছে । বাড়ছে কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা । কলকাতায় বেশ অনেকটাই বাড়ল কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা । কলকাতার কনটেইমেন্ট জ়োনের সংখ্যা বেড়ে হল 334 । পাশাপাশি বাড়ল উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতেও। উত্তর 24 পরগনা জেলায় কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 85 এবং দক্ষিণ 24 পরগনা জেলায় কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা বেড়ে হয়েছে 22 ।
গোটা রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কনটেইনমেন্ট জ়োনের সংখ্যাও । কলকাতায় গতকাল পর্যন্ত কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা ছিল 318 । আজ কলকাতায় কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা বেড়ে দাঁড়াল 334 ।