পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কলকাতায় কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা বেড়ে 334 - Coronavirus news

উত্তর 24 পরগনা জেলায় কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা ছিল 81 । তা বেড়ে হল 85 । দক্ষিণ 24 পরগনায় কনটেইমেন্ট জ়োনের সংখা ছিল মাত্র 1 টি । একলাফে বেড়ে দাঁড়াল 22 ।

Containment Zone
ছবি

By

Published : May 6, 2020, 8:47 PM IST

কলকাতা, 6 মে : কলকাতায় আরও বাড়ল কনটেইমেন্ট জ়োনের সংখ্যা । কলকাতার কনটেইমেন্ট জ়োনের সংখ্যা বেড়ে হল 334 ।

ক্রমশ পরিস্থিতি প্রতিকূল হচ্ছে । বাড়ছে কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা । কলকাতায় বেশ অনেকটাই বাড়ল কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা । কলকাতার কনটেইমেন্ট জ়োনের সংখ্যা বেড়ে হল 334 । পাশাপাশি বাড়ল উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতেও। উত্তর 24 পরগনা জেলায় কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 85 এবং দক্ষিণ 24 পরগনা জেলায় কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা বেড়ে হয়েছে 22 ।

গোটা রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কনটেইনমেন্ট জ়োনের সংখ্যাও । কলকাতায় গতকাল পর্যন্ত কনটেইনমেন্ট জ়োনের সংখ‍্যা ছিল 318 । আজ কলকাতায় কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা বেড়ে দাঁড়াল 334 ।

উত্তর 24 পরগনা জেলায় কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা ছিল 81 । তা বেড়ে হল 85 । দক্ষিণ 24 পরগনায় কনটেইমেন্ট জ়োনের সংখা ছিল মাত্র 1 টি । একলাফে বেড়ে দাঁড়াল 22 । মালদায় কনটেইনমেন্ট জ়োনের সংখ‍্যা বেড়ে হল 3 । রেড জ়োন হাওড়ার সাধারণ মানুষ উদ্বেগে থাকলেও তাঁদের জন্য থাকেছে সুখবর । নতুন করে বাড়েনি কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা ।

গতকাল পর্যন্ত হাওড়ার কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা ছিল 74। পাশাপাশি নদিয়া জেলাতেও বাড়েনি কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা । পূর্ব মেদিনীপুর জেলার কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা 9 । রাজ্যের আটটি জেলায় কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা 5-এরও কম।

ABOUT THE AUTHOR

...view details