কলকাতা, 3 জানুয়ারি: 11 থেকে বেড়ে একেবারে 25 ! রাজ্যে করোনা সংক্রমণের হার বৃদ্ধির দিনই কলকাতায় বাড়ল কনটেনমেন্ট জোনের সংখ্যা (number of containment zones in kolkata increase) ৷ 11 থেকে বেড়ে তা হল 25 ৷ সোমবার এই কথা জানিয়েছেন কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম ৷ বিষয়টিকে যথেষ্ট উদ্বেগের বলেই মনে করা হচ্ছে ৷ এদিনই কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন আরও 2 হাজার 801 জন ৷
এদিন কলকাতা পৌরনিগমের তরফে শহরে কনটেনমেন্ট জোনের যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে রয়েছে 2টি বস্তি, 9টি বড় আবাসন, 5টি ফ্ল্যাট, 4টি হস্টেল ও 5টি এলাকা ৷ সবথেকে বেশি কনটেমেন্ট জোন রয়েছে 7 নম্বর বরো এলাকায়, 10টি ৷ তালিকায় আছে হরিদেবপুর থানার অন্তর্গত 144 নম্বর ওয়ার্ডের 4টি, সেক্সপিয়র সরণী থানা এলাকার 3টি, ফুলবাগান থানা এলাকার 3টি, কড়েয়া থানা এলাকার 4টি, একবালপুর থানা এলাকার 2টি, প্রগতি ময়দান থানা এলাকার 2টি এলাকা ৷ কসবা, ট্যাংরা, তোপসিয়া, আনন্দপুর, সার্ভে পার্কেও রয়েছে কনটেনমেন্ট জোন ৷