পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Containment Zone in Kolkata : উদ্বেগ বাড়াচ্ছে কলকাতার করোনা পরিস্থিতি, বাড়ল কনটেনমেন্ট জোনের সংখ্যা - Containment Zone in Kolkata

কলকাতায় কনটেনমেন্ট জোনের সংখ্যা বাড়ল (number of containment zones in kolkata increase) ৷ 11 থেকে বেড়ে হল 25 ৷

Containment Zone in Kolkata
উদ্বেগ বাড়াচ্ছে কলকাতার করোনা পরিস্থিতি, বাড়ল কনটেনমেন্ট জোনের সংখ্যা

By

Published : Jan 3, 2022, 9:31 PM IST

কলকাতা, 3 জানুয়ারি: 11 থেকে বেড়ে একেবারে 25 ! রাজ্যে করোনা সংক্রমণের হার বৃদ্ধির দিনই কলকাতায় বাড়ল কনটেনমেন্ট জোনের সংখ্যা (number of containment zones in kolkata increase) ৷ 11 থেকে বেড়ে তা হল 25 ৷ সোমবার এই কথা জানিয়েছেন কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম ৷ বিষয়টিকে যথেষ্ট উদ্বেগের বলেই মনে করা হচ্ছে ৷ এদিনই কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন আরও 2 হাজার 801 জন ৷

এদিন কলকাতা পৌরনিগমের তরফে শহরে কনটেনমেন্ট জোনের যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে রয়েছে 2টি বস্তি, 9টি বড় আবাসন, 5টি ফ্ল্যাট, 4টি হস্টেল ও 5টি এলাকা ৷ সবথেকে বেশি কনটেমেন্ট জোন রয়েছে 7 নম্বর বরো এলাকায়, 10টি ৷ তালিকায় আছে হরিদেবপুর থানার অন্তর্গত 144 নম্বর ওয়ার্ডের 4টি, সেক্সপিয়র সরণী থানা এলাকার 3টি, ফুলবাগান থানা এলাকার 3টি, কড়েয়া থানা এলাকার 4টি, একবালপুর থানা এলাকার 2টি, প্রগতি ময়দান থানা এলাকার 2টি এলাকা ৷ কসবা, ট্যাংরা, তোপসিয়া, আনন্দপুর, সার্ভে পার্কেও রয়েছে কনটেনমেন্ট জোন ৷

আরও পড়ুন : একগুচ্ছ বিধিনিষেধ নিয়ে নির্ধারিত দিনেই রাজ্যে পৌরভোট

তবে কনটেনমেন্ট জোন হলেও সেখানে কড়াকড়ি আগের মত হচ্ছে না ৷ ফিরহাদ হাকিম এদিন বলেন, "আগের মত এলাকা ঘিরে ফেলা হবে না । শুধু পুলিশকে বলব যেখানে কনটেনমেন্ট জোন হবে, সেখানে একটা লোহার ব্যারিকেড রাখতে । বাড়ির যে সদস্য করোনা আক্রান্ত নন, তিনি বেরিয়ে বাজার দোকান করতে পারবেন । " মঙ্গলবার থেকে কলকাতায় তিনটি সেফ হোম চালু হচ্ছে বলেও মেয়র জানিয়েছেন । তপসিয়ায় একটি, উত্তর কলকাতায় একটি এবং গীতাঞ্জলি স্টেডিয়ামে হবে সেফ হোম । 200 শয্যা থাকছে তপসিয়া সেফ হোমে । গীতাঞ্জলি স্টেডিয়ামে থাকছে 100 শয্যা । উত্তর কলকাতার সেফ হোমে 50 শয্যা থাকবে । সেখানে অক্সিজেনের ব্যবস্থাও থাকবে । 15 থেকে 18 বছর বয়সিদের টিকাকরণে কলকাতায় প্রথম দিন ভাল সাড়া মিলেছে বলে জানিয়েছেন মেয়র ৷ এদিন শহরের 16টি স্কুলে টিকাকরণ হয়েছে, 150 থেকে 200 ডোজ টিকা প্রতিটা স্কুলে দেওয়া হয়েছে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details