পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কলকাতায় দৈনিক সংক্রমণ কমছে, কনটেনমেন্ট জ়োনের সংখ্যা কমে 7 - কলকাতায় কনটেনমেন্ট জ়োন

অগাস্ট মাসের প্রথম সপ্তাহে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা ছিল তিনশোর কাছাকাছি। টেস্টিং, ট্রেসিং ও ট্র্যাকিং ফর্মুলায় কাজ হয়েছে, বলছেন পৌর নিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম৷

containment zones in Kolkata
কলকাতায়

By

Published : Sep 4, 2020, 5:05 AM IST

কলকাতা, 4 সেপ্টেম্বর: কলকাতায় এক ধাক্কায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা কমে হল 7। অগাস্ট মাসের প্রথম সপ্তাহে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা ছিল তিনশোর কাছাকাছি। সেখানে সেপ্টেম্বরের শুরুতে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা কমে হল 7। কলকাতা পৌর নিগমের কড়া নজরদারি, ওয়ার্ড ভিত্তিক পরিকল্পনার ফলেই সংক্রমণ কমেছে শহরে। সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে এলাকাগুলিতে মাইক্রো প্ল্যানিং করেছিল কলকাতা পৌরনিগম। এই সঙ্গে নতুন করে সাপ্তাহিক লকডাউন চলায় কমেছে সংক্রমণ৷ এমনটাই দাবি কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষের।

কলকাতা শহরে ক্রমশ কমছে কোরোনা সংক্রমণ। জুলাই মাসে প্রতিদিন গড়ে কোরোনায় আক্রান্তের সংখ্যা ছিল প্রায় 800। সেইখানে সেপ্টেম্বরের শুরুতে কোরোনা আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে প্রতিদিন গড়ে 400-র কাছাকাছি। শহর কলকাতায় সংক্রমণ কমাকে বড়সড় সাফল্য বলে মনে করছেন পৌর আধিকারিকরা। যদিও কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম সন্তুষ্ট নন। শহরে কনটেনমেন্ট জ়োন কমে আসা বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, "কোরোনা সংক্রমণ মোকাবেলায় টেস্টিং, ট্রেসিং ও ট্র্যাকিং ফর্মুলায় কাজ করা হয়েছে ।"

তাঁর মতে, "বহুতল ও পাকা বাড়িগুলিতে এখনও সচেতনতার অভাব রয়েছে। সাধারণ মানুষকে আরও বেশি সচেতন হতে হবে। রাস্তায় ও কর্মক্ষেত্রে মাস্ক পরে থাকতে হবে। যতটা সম্ভব ঘরে থাকতে হবে। কোরোনাকে পরাজিত করতে হলে সময় মতো পরীক্ষা করাতে হবে৷ প্রয়োজনে আইসোলেশনে থাকতে হবে।"

ABOUT THE AUTHOR

...view details