গত 24 ঘণ্টায় রাজ্যে কোরোনায় আক্রান্ত 1435 জন এবং মৃত্যু হয়েছে 24 জনের ৷ রাজ্যে মোট আক্রান্ত ও মৃতের সংখ্যা যথাক্রমে 31 হাজার 448 এবং 956 ৷
রাজ্যে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা বেড়ে 512 - লকডাউন
06:24 July 14
কলকাতা, 14 জুলাই : রাজ্যের বিভিন্ন এলাকায় কনটেনমেন্ট জ়োন চিহ্নিত করে লকডাউন জারি করা হয়েছে । আজ লকডাউনের ষষ্ঠ দিন ৷ সময় যত এগোচ্ছে রাজ্যে তত জটিল হচ্ছে কোরোনা পরিস্থিতি । প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি?
06:24 July 14
সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রাজ্যে বাড়ল কনটেনমেন্ট জ়োনের সংখ্যা ৷ বর্তমানে রাজ্যে 512টি কনটেনমেন্ট জ়োন রয়েছে ৷
06:23 July 14
বারাসতে কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু এক ট্যাক্সিচালকের ৷ কেবল বারাসত শহরেই কোরোনায় আক্রান্তের সংখ্যা 127 ৷ মৃত্যু হয়েছে আটজনের ৷
06:12 July 14
পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে গতকাল কোরোনায় আক্রান্ত হন এক চিকিৎসক ও এক BSF জওয়ান ৷ রানিগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা বর্তমানে 25 ৷