কলকাতা, 7 জুলাই : কলকাতায় বাড়ল কনটেনমেন্ট জ়োনের সংখ্যা । তালিকা অনুযায়ী 28টি জায়গাকে কনটেনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করা হয়েছে । কলকাতায় বেড়েছে কোরোনায় আক্রান্তের সংখ্যাও । অতি সংক্রমিত এলাকাগুলি চিহ্নিত করে তালিকা পাঠানো হয়েছিল রাজ্য সরকারের কাছে । আজ রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয় ।
কলকাতায় বাড়ল কনটেনমেন্ট জ়োনের সংখ্যা, কড়া হচ্ছে লকডাউন - 9 জুলাই থেকে লকডাউন
কলকাতায় আরও কয়েকটি এলাকাকে কনটেনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করা হল ৷ 28 টি এলাকাকে কনটেনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করা হয়েছে।
তালিকায় উল্লিখিত 28টি জায়গাকে অতি সংক্রমিত হিসেবে চিহ্নিত করা হয়েছে । এই এলাকাগুলি সম্পূর্ণভাবে সিল করে লকডাউন ঘোষণা করা হয়েছে । 9 জুলাই থেকে রাজ্যের অন্য জায়গাগুলি মতো কলকাতায় অতি সংক্রমিত এলাকাগুলিতে ফের লকডাউন জারি করা হবে । তবে কতদিন পর্যন্ত এই লকডাউন চলবে সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি রাজ্য সরকার ৷ আজ একথা জানান কলকাতা পৌরনিগমের প্রশাসক ফিরহাদ হাকিম ।
ফিরহাদ হাকিম বলেন, বহুতল আবাসনের বাসিন্দাদের মধ্যে যারা কোরোনায় আক্রান্ত হচ্ছে তারা ঠিকমতো বিধিনিষেধ পালন করছে না ৷ ফলে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ছে । মানুষ সচেতন না হলে কখনই কোরোনাকে প্রতিরোধ করা সম্ভব নয় । তিনি আরও বলেন, বড় আবাসনগুলিতে পৌরকর্মীরা প্রবেশ করতে পারছেন না । তাই জীবাণুমুক্তকরণের কাজ করতে সমস্যা হচ্ছে ৷ সেই সঙ্গে পৌর স্বাস্থ্যকর্মীরা ওই বড় আবাসনগুলিতে প্রবেশ করে ওষুধ দিতেও পারছে না । এর ফলে কোরোনা সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে কলকাতার বড় আবাসন ও ফ্ল্যাটগুলিতে থাকা বাসিন্দাদের মধ্যে ।