পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কলকাতায় বাড়ল কনটেনমেন্ট জ়োনের সংখ্যা, কড়া হচ্ছে লকডাউন - 9 জুলাই থেকে লকডাউন

কলকাতায় আরও কয়েকটি এলাকাকে কনটেনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করা হল ৷ 28 টি এলাকাকে কনটেনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করা হয়েছে।

firhad hakim
ফিরহাদ হাকিম

By

Published : Jul 7, 2020, 9:18 PM IST

Updated : Jul 7, 2020, 9:57 PM IST

কলকাতা, 7 জুলাই : কলকাতায় বাড়ল কনটেনমেন্ট জ়োনের সংখ্যা । তালিকা অনুযায়ী 28টি জায়গাকে কনটেনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করা হয়েছে । কলকাতায় বেড়েছে কোরোনায় আক্রান্তের সংখ্যাও । অতি সংক্রমিত এলাকাগুলি চিহ্নিত করে তালিকা পাঠানো হয়েছিল রাজ্য সরকারের কাছে । আজ রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয় ।

তালিকায় উল্লিখিত 28টি জায়গাকে অতি সংক্রমিত হিসেবে চিহ্নিত করা হয়েছে । এই এলাকাগুলি সম্পূর্ণভাবে সিল করে লকডাউন ঘোষণা করা হয়েছে । 9 জুলাই থেকে রাজ্যের অন্য জায়গাগুলি মতো কলকাতায় অতি সংক্রমিত এলাকাগুলিতে ফের লকডাউন জারি করা হবে । তবে কতদিন পর্যন্ত এই লকডাউন চলবে সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি রাজ্য সরকার ৷ আজ একথা জানান কলকাতা পৌরনিগমের প্রশাসক ফিরহাদ হাকিম ।

কলকাতায় বাড়ল কনটেনমেন্ট জ়োনের সংখ্যা
ফিরহাদ হাকিম জানিয়েছেন, এই জায়গাগুলি সিল করে দেওয়া হবে । এই জায়গাগুলিতে লকডাউনের সময় কড়া নজরদারি চালানো হবে । তিনি আরও বলেন, "এই বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলা হয়েছে এবং পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে অতি সংক্রমিত এলাকাগুলি সিল করে দেওয়ার জন্য । অতি সংক্রমিত এলাকার মধ্যে যেগুলিতে লকডাউন ঘোষণা করা হয়েছে সেসব এলাকার বাসিন্দারা যাতে বাড়ি থেকে বের হয়ে যত্রতত্র ঘোরাঘুরি না করেন সেই বিষয়ে নজরদারি করবে পুলিশ । সেই সঙ্গে বাজারগুলোতেও যাতে কেউ অযথা ঘোরাঘুরি না করেন সেই বিষয়েও নজরদারি চালানো হবে।"

ফিরহাদ হাকিম বলেন, বহুতল আবাসনের বাসিন্দাদের মধ্যে যারা কোরোনায় আক্রান্ত হচ্ছে তারা ঠিকমতো বিধিনিষেধ পালন করছে না ৷ ফলে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ছে । মানুষ সচেতন না হলে কখনই কোরোনাকে প্রতিরোধ করা সম্ভব নয় । তিনি আরও বলেন, বড় আবাসনগুলিতে পৌরকর্মীরা প্রবেশ করতে পারছেন না । তাই জীবাণুমুক্তকরণের কাজ করতে সমস্যা হচ্ছে ৷ সেই সঙ্গে পৌর স্বাস্থ্যকর্মীরা ওই বড় আবাসনগুলিতে প্রবেশ করে ওষুধ দিতেও পারছে না । এর ফলে কোরোনা সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে কলকাতার বড় আবাসন ও ফ্ল্যাটগুলিতে থাকা বাসিন্দাদের মধ্যে ।

Last Updated : Jul 7, 2020, 9:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details