পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Conjoined Twins Operated in NRS: এক যকৃৎ দুই প্রাণ, এনআরএসে বিরল অস্ত্রোপচারে আলাদা হল যমজ শিশু - বিরল অস্ত্রপচারে লিভর জোড়া দুই শিশুকে আলাদা করল এলআরএস

বিরল অস্ত্রোপচারের মাধ্যমে দুই শিশুর লিভার আলাদা করে নজির গড়ল এনআরএসে ৷ দুই শিশুই সমলিঙ্গের ৷ সফল অস্ত্রোপচারের পর আপাতত চিকিৎসকদের তত্বাবধানে আছে দুই শিশু (NRS Hospital doctors separate conjoined twins in a rare operation in Kolkata) ৷

Conjoined Twins Operated in NRS
বিরল অস্ত্রপচারে লিভার জোড়া দুই শিশুকে আলাদা করল এলআরএস

By

Published : Jul 9, 2022, 8:19 AM IST

Updated : Jul 9, 2022, 1:01 PM IST

কলকাতা, 9 জুলাই:বয়স মাত্র 18 দিন ৷ সমলিঙ্গ ৷ তবে জুড়ে রয়েছে দুই দেহ ৷ কীভাবে ? এই দুই নবজাতকের মাথা, শরীরের অন্য অংশ আলাদা থাকলেও, কিন্তু একই যকৃতের কারণে পেট একসঙ্গে জুড়ে ছিল ৷ জটিল এবং বিরল অস্ত্রোপচারের মাধ্য়মে দু'জনের যকৃৎ আলাদা করে দৃষ্টান্ত গড়লেন এনআরএস হাসপাতালের চিকিৎসকেরা ৷ দু'জনের শরীরে দু'টি যকৃৎ স্থাপন করা হয়েছে ৷ আপাতত তারা সুস্থ থাকলেও পর্যবেক্ষণে রাখা হয়েছে (Conjoined Twins Operated in NRS) ৷

বিরল অস্ত্রপচারে লিভার জোড়া দুই শিশুকে আলাদা করল এলআরএস

এই অস্ত্রোপচার প্রসঙ্গে চিকিৎসক নিরূপ বিশ্বাস বলেন, "জুন মাসের শেষের দিকে দক্ষিণ দিনাজপুর থেকে দুই নবজাতকের বাবা-মা হাসপাতালের আউটডোরে দেখাতে নিয়ে এসেছিলেন । সেই সময় দুই নবজাতক সুস্থই ছিল । আমরা ভর্তি করে তাদের প্রাথমিক চিকিৎসা করি । কোনও অঙ্গ-প্রত্যঙ্গ শেয়ার করা আছে কি না, তা দেখার জন্য পরীক্ষা করা হয় । জানা যায়, বাচ্চা দু'টির লিভার শেয়ার করা আছে । পরে আমরা অন্য অঙ্গপ্রত্যঙ্গগুলিরও পরীক্ষা করি । তাতে দেখা যায়, ওদের বাকি সব কিছু ঠিকঠাকই আছে। এরপর আমরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিই । প্রায় দু'ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয় । শেষে আমরা সফল হয়েছি ৷"

এনআরএসে বিরল অস্ত্রোপচারে আলাদা হল যমজ শিশু

দু'জন নবজাতককে নজরে রাখতে কমিটি গঠন করা হয়েছে । সেই চিকিৎসক কমিটিতে আছেন, ডা: নিরূপ বিশ্বাস, ডা: দীপক ঘোষ, ডা:পার্থ জানা, ডা: ঋষিন দত্ত, অ্যানাসথেটিস্ট ডা: মৌসুমী খাড়া এবং ডা: মীরা মল্লিক ৷

অস্ত্রোপচারের পরে বর্তমানে ওই দু’জন নবজাতক সুস্থই রয়েছে, জানিয়েছেন চিকিৎসকরা । তবে শুক্রবার সকালে একজন নবজাতকের কার্ডিয়াক অ্যারেস্ট দেখা দিয়েছিল । বিষয়টি নজরে আসতেই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ এখনই ছুটি মিলছে না দু'জনের । আরও 5-6 দিন তাদের পর্যবেক্ষণে রাখতে চান চিকিৎসক দল । তবে আগামী ক'দিনে কোনও সমস্যা দেখা না দিলে ছুটি দেবেন চিকিৎসকেরা ।

আরও পড়ুন: জটিল অস্ত্রোপচারে জন্ম হল 'কনজয়েন্ট টুইন বেবি'র

কেন হয় এই কনজয়েন্ট টুইন ?

ভ্রূণ দু'টি পৃথক হওয়ার সময় যদি সম্পূর্ণরূপে আলাদা না হতে পারে, তাহলে এই ধরনের যমজ এবং একসঙ্গে জুড়ে থাকা দুই সন্তানের জন্মগ্রহণের সম্ভাবনা দেখা যায় ।

Last Updated : Jul 9, 2022, 1:01 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details