পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata Banerjee Security: এসপিজি-র আদলে এবার মমতার নিরাপত্তা ব্যবস্থা - মমতার নিরাপত্তা ব্যবস্থা

এ বার মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা হতে চলেছে স্পেশাল প্রোটেকশন গ্রুপের আদলে (Mamata Banerjee Security)৷ তাঁর নিরাপত্তার দায়িত্ব থেকে বিবেক সহায়কে সরিয়ে আনা হয়েছে এডিজি পদমর্যাদার আইপিএস পীযূষ পান্ডেকে (SPG like Security arrangements for Mamata Banerjee)।

now-spg-like-security-arrangements-to-be-given-to-mamata-banerjee
এসপিজি-র আদলে এবার মমতার নিরাপত্তা ব্যবস্থা

By

Published : Jul 7, 2022, 4:42 PM IST

কলকাতা, 7 জুলাই: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা এ বার হবে স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজির আদলে (Mamata Banerjee Security)। কারণ ইতিমধ্যেই ডিরেক্টর অফ সিকিউরিটির পদ থেকে 1988 সালের ব্যাচের আইপিএস বিবেক সহায়কে সরিয়ে তাঁর জায়গায় আনা হয়েছে, এডিজি পদমর্যাদার আইপিএস পীযূষ পান্ডেকে (SPG like Security arrangements for Mamata Banerjee)।

আইপিএস মহলের একাংশের দাবি, বর্তমানে অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ পদে আসীন পীযূষ পান্ডে এমন একজন আইপিএস আধিকারিক, যিনি বাংলা ক্যাডার থেকে কেন্দ্রে স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজির দায়িত্ব প্রায় দীর্ঘ 7 বছর সামলে এসেছেন । স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি মূলত দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে মোতায়েন থাকে । তাদের কাজ হয় একেবারে আলাদা । তীক্ষ্ণ নজর থেকে শুরু করে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র চালানো সমেত সঠিক সময়ে সঠিক পদক্ষেপ করা এবং আপৎকালীন পরিস্থিতিতে কীভাবে মাথা ঠান্ডা রেখে নিরাপত্তা বেষ্টনী রক্ষণাবেক্ষণ করা সম্ভব, তার পূর্ণ প্রশিক্ষণ দেওয়া হয় স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজির কমান্ডোদের ।

আরও পড়ুন:মমতার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মন্ত্রীরা, সরছেন বিবেক সহায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে বিনা অনুমতিতেই লোহার রড নিয়ে রহস্যজনক ভাবে ঢুকে পড়েছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের বাসিন্দা হাফিজুল মোল্লা । বর্তমানে তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করছে লালবাজারের স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট-এর সদস্যরা ।
আর এই পরিস্থিতিতে আইপিএস মহলের একাংশের দাবি, পীযুষ পান্ডের মতো এসপিজিতে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসা একজন আইপিএস যিনি বর্তমানে অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ পদে রয়েছেন, তিনি এ বার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় আমূল পরিবর্তন আনবেন (SPG like Security arrangements to be given to Mamata Banerjee)।

ABOUT THE AUTHOR

...view details