কলকাতা, 7 জুলাই: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা এ বার হবে স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজির আদলে (Mamata Banerjee Security)। কারণ ইতিমধ্যেই ডিরেক্টর অফ সিকিউরিটির পদ থেকে 1988 সালের ব্যাচের আইপিএস বিবেক সহায়কে সরিয়ে তাঁর জায়গায় আনা হয়েছে, এডিজি পদমর্যাদার আইপিএস পীযূষ পান্ডেকে (SPG like Security arrangements for Mamata Banerjee)।
আইপিএস মহলের একাংশের দাবি, বর্তমানে অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ পদে আসীন পীযূষ পান্ডে এমন একজন আইপিএস আধিকারিক, যিনি বাংলা ক্যাডার থেকে কেন্দ্রে স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজির দায়িত্ব প্রায় দীর্ঘ 7 বছর সামলে এসেছেন । স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি মূলত দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে মোতায়েন থাকে । তাদের কাজ হয় একেবারে আলাদা । তীক্ষ্ণ নজর থেকে শুরু করে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র চালানো সমেত সঠিক সময়ে সঠিক পদক্ষেপ করা এবং আপৎকালীন পরিস্থিতিতে কীভাবে মাথা ঠান্ডা রেখে নিরাপত্তা বেষ্টনী রক্ষণাবেক্ষণ করা সম্ভব, তার পূর্ণ প্রশিক্ষণ দেওয়া হয় স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজির কমান্ডোদের ।