কলকাতা, 18 অগস্ট : বাংলায় মাদার ডেয়ারি (Mother Diary) হবে বাংলা ডেয়ারি ৷ নবান্নে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ যদিও মাদার নামটা নিয়ে কোনও আপত্তি নেই মুখ্যমন্ত্রীর ৷
বুধবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "মাদার ডেয়ারিকে বাংলা ডেয়ারি করব আমরা।" আরও বলেন, "মাদার ডেয়ারির উৎপাদন বাংলায় নয়। বাইরে থেকে আনতে হয়। মাদার নামটা নিয়ে আমার কোনও আপত্তি নেই। তবে বাংলার জিনিসের নাম বাংলায় হওয়াই ভাল।’’
এদিন লোকাল ট্রেন (Local Train) না চলা নিয়ে মুখ্যমন্ত্রী ফের বললেন, গ্রামাঞ্চলে ঠিক মতো টিকাকরণ হলেই লোকাল ট্রেন চালানো হবে ৷ মুখ্যমন্ত্রী জানান, এখনও রাজ্যের 14 কোটির বদলে 3 কোটি ভ্যাকসিন মিলেছে। কলকাতায় এখনও পর্যন্ত 75 শতাংশ মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। হাওড়ায় এখনও পর্যন্ত 85 শতাংশ মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বাচ্চাদের যাতে সংক্রমণ না হয়, তার জন্যও লোকাল ট্রেন চালানো হচ্ছে না ৷ বাবা-মায়েদের থেকে বাচ্চাদের সংক্রমণ হতে পারে ৷ মত মুখ্যমন্ত্রীর ৷