কলকাতা, 1 অক্টোবর : পশ্চিমবঙ্গে বিজেপি বিধায়ক-সাংসদদের দলবদল আটকাতে এবার ময়দানে নামলেন খোদ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (J. P. Nadda) ।
বিজেপি সূত্রে খবর, দলবদল আটকাতে দিল্লিতে রাজ্যের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিশেষ বৈঠক করেন নাড্ডা । এই বৈঠকে উপস্থিত ছিলেন, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh), বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) এবং সাধারণ সম্পাদক ( সংগঠন) অমিতাভ চক্রবর্তী । যে সমস্ত বিজেপি বিধায়ক-সাংসদ বিজেপি ছাড়তে চাইছেন, তার দ্রুত তালিকা দিল্লিতে জমা দিতে বলা হয়েছে ।
এনিয়ে দিলীপ ঘোষ বলেন, "এবার দলবদলের বিষয়ে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা স্বয়ং হস্তক্ষেপ করবেন । দলের যাবতীয় রিপোর্ট তিনি নিজেই নেবেন । পদক্ষেপও তিনিই করবেন ৷"
দিল্লির বৈঠকে জেপি নাড্ডা জানান, দলবদল করতে পারেন যেসব বিধায়ক ও সাংসদরা, তাঁদের সঙ্গে তিনি নিজেই কথা বলবেন । প্রয়োজনে তাঁদের দিল্লিতে তলব করা হবে । একুশের নির্বাচনে বিজেপি 77টি আসনে জয়লাভ করে । বিরোধী দলের তকমা পায় । কিন্তু তারপর থেকে একের পর এক বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন । শেষে বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo) বিজেপিতে যোগদান করায় বিজেপি বড় ধাক্কা খায় । এরপরই টনক নড়ে দিল্লির । বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে হতক্ষেপ করা হয় । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) খোদ বাংলার সাংগঠনের হস্তক্ষেপ করার নির্দেশ দেন । এরপরই জেপি নাড্ডা বাংলার সংগঠন নিয়ে আসরে নামেন ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলার সংগঠনের কী কী সমস্যা হচ্ছে সেই বিষয়ে রাজ্য নেতৃত্বকে একটা রিপোর্টও জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ৷ মূলত, দলবদল আটকাতে রাজ্য নেতৃত্বকে উপদেশ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।
আরও পড়ুন : BJP : পঞ্জাব কংগ্রেসের সংকটের জন্য দায়ী রাহুল, অভিযোগ বিজেপির