কলকাতা, 7 মার্চ : COVID-19-এর আতঙ্কের জেরে সাধারণ মানুষের মধ্যে মাস্ক ব্যবহারের প্রবণতা বাড়ছে । অনেক বেশি দাম দিয়েও মাস্ক কিনতে হচ্ছে বলে অভিযোগ উঠছে । তবে COVID-19 আটকানোর জন্য রাস্তায় কেউ মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছেন, এর কোনও মানে হয় না । চিকিৎসকরা জানাচ্ছেন, সাধারণভাবে ঘোরাফেরার জন্য N95 মাস্ক ব্যবহারের কথা বলা নেই WHO এবং CDC-র গাইডলাইনে ৷
যে কোনও সংক্রমণ প্রতিরোধের জন্য মাস্কের ব্যবহার কতটা উপকারি?
এ বিষয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালের জরুরি মেডিসিন বিভাগের প্রধান তথা সোসাইটি ফর ইমার্জেন্সি মেডিসিন ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের প্রাক্তন প্রেসিডেন্ট চিকিৎসক সংযুক্তা দত্ত বলেন, " যে সংক্রমণগুলি হাওয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে, সেগুলির জন্য মাস্কের ব্যবহার অবশ্যই উপকারী । কিন্তু যে সংক্রমণগুলি অন্য প্রক্রিয়ার মাধ্যমে ছড়ায় সেগুলির জন্য মাস্ক ব্যবহার উপকারী নয় । আমি হাসপাতালে মাস্ক না পড়ে বসে আছি । কোথায় COVID-19-এ আক্রান্ত রোগী রয়েছেন তার উপর নির্ভর করছে আপনার মাস্কের প্রয়োজন পড়বে কি না । COVID-19-এ আক্রান্ত কোনও রোগীর কাছে গেলে মাস্ক ব্যবহারের বিষয়টি যুক্তিযুক্ত । অন্যথায় রাস্তায় বা খোলা মাঠে আপনি মাস্ক পড়ে ঘুরে বেড়াচ্ছেন, সেটা কোন রোগের প্রতিরোধকের কাজ করবে? COVID-19-এ আক্রান্ত কোনও রোগীর সামনে যদি যাচ্ছেন কিংবা তার কাছে যাচ্ছেন তখন মাস্ক ব্যবহারের উপকারিতা বুঝতে পারা যাবে । অন্যথায় এভাবে মাস্ক পড়ার কোনও যুক্তি নেই ।" তিনি আরও বলেন, "তবে এটা আমি বলতে পারি কলকাতায় দূষণের মাত্রা যে স্তরে রয়েছে তাতে COVID-19-এর জন্য নয়, দূষণের কারণে কেউ যদি মাস্ক পরে ঘুরে বেড়ান তবে সেক্ষেত্রে অবশ্যই উপকারী ।"
যে কোনও ধরনের মাস্ক-ই উপকারী?
চিকিৎসক সংযুক্তা দত্ত বলেন, " তেমন নয় । কোন ধরনের মাস্ক কোন আকারের পার্টিকেলস কত শতাংশ আটকাতে পারে তারজন্য একটা ক্রাইটেরিয়া থাকে । ধরুন যদি N95 বা N99 এই ধরনের মাস্ক ব্যবহার করেন, এই মাস্কগুলি 0.3 মাইক্রন অবধি আটকে দিতে পারে । N95 মানে ৯৫ শতাংশ পর্যন্ত আটকাতে পারে । N99 মানে ৯৯ শতাংশ পর্যন্ত আটকাতে পারে । "
যারা মাস্ক ব্যবহার করছে তাদের জন্য কী বলবেন ?
চিকিৎসক সংযুক্তা দত্ত বলেন, " COVID-19 আটকানোর জন্য রাস্তায় কেউ মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছেন এর কোনও মানেই হয় না । হাসপাতালে বসে আমি মাস্ক পরছি না । কারণ আমি জানি এই মুহূর্তে সন্দেহজনক কোনও রোগী নেই । যদি তেমন একজন রোগী আসেন এবং আমি তাঁর কাছে যাই তাহলে মাস্ক ব্যবহার করব । সেটা উপকারী ।"
এ বিষয়ে আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের বিশেষজ্ঞ চিকিৎসক সুগত দাশগুপ্ত বলেন, " বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) অথবা সেন্টার ফর ডিজ়িজ় কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC)-এর যে সুপারিশগুলি রয়েছে তাতে স্পষ্ট বলা রয়েছে সুস্থ মানুষ যদি COVID-19 ভাইরাসে আক্রান্ত কোনও রোগী বা COVID-19 ভাইরাসে আক্রান্ত হতে পারেন এমন কোনও রোগীর খুব কাছাকাছি না যায় তাহলে মাস্ক পরে খুব বেশি লাভ নেই ।