পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ধর্মীয় জমায়েতে সর্বোচ্চ 50, উৎসব নিয়ন্ত্রণে ধর্মগুরুদের সাহায্য চাইলেন মুখ্যমন্ত্রী - ধর্মীয় জমায়েতে 50 জনের বেশি নয়

এদিন নবান্নের বৈঠকে উপস্থিত ছিলেন ইমাম-এ-ইদাইন ফজলুর রহমান, ছিলেন নাখোদা মসজিদের ইমাম শফিক কাসেমি । এছাড়া ছিলেন ভারত সেবাশ্রম সংঘ ও রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা ৷ এবং অন্য সম্প্রদায়ের ধর্মগুরুরাও । মুখ্যমন্ত্রী প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলেন ।

CM sought the help of religious leaders
CM sought the help of religious leaders

By

Published : May 10, 2021, 7:39 PM IST

কলকাতা, 10 মে : করোনার বিরুদ্ধে লড়াইয়ে বিভিন্ন ধর্মীয় সংগঠন ও ধর্মগুরুদের সাহায্য চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । জানিয়ে দিলেন, ধর্মীয় উৎসব পালনে কোভিড বিধি মেনে চলতেই হবে ।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, "করোনা আবহে ইদের মুখে 50 জনকে নিয়ে ধর্মীয় অনুষ্ঠান করার ছাড় দেওয়া হল ।" এইসঙ্গে তিনি মুসলিম ধর্মগুরুদের কাছে আবেদন করেন, করোনা আবহে যেন নিয়ন্ত্রিতভাবে উৎসব পালন করা হয় ৷ এই বিষয়ে ধর্মগুরুদের সাধারণ মানুষের কাছে আবেদন জানাতে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী ।

এদিন নবান্নের বৈঠকে উপস্থিত ছিলেন ইমাম-এ-ইদাইন ফজলুর রহমান, ছিলেন নাখোদা মসজিদের ইমাম শফিক কাসেমি । এছাড়া ছিলেন ভারত সেবাশ্রম সংঘ ও রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা ৷ এবং অন্য সম্প্রদায়ের ধর্মগুরুরাও । মুখ্যমন্ত্রী প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলেন ।

পরে রামকৃষ্ণ মিশনের প্রতিনিধি সন্ন্যাসী বলেন, "রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান কোভিড রোগীদের সেবাকেন্দ্র করেছে । অক্সিজেন প্ল্যান্ট বসানো হচ্ছে । বেলুড়ের পলিটেকনিক কলেজে সেফ হোম তৈরি হচ্ছে । অক্সিজেন, চিকিৎসক, নার্সের ব্যবস্থা করা হচ্ছে ।"

এদিকে করোনা মোকাবিলায় ভারত সেবাশ্রম সংঘের জোকার হাসপাতাল পাওয়া গিয়েছে বলেও এদিন জানান মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি রেড রোডে ও পার্ক সার্কাসে নমাজ না করার সিদ্ধান্তের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী ।

আজকের বৈঠকের পর খ্রিস্টান সমাজের প্রতিনিধি ফাদার ফেলিক্সরাজ বলেন, "করোনার এই সময়ে তাঁরা সরকারের পাশে আছেন ।" একইভাবে সরকারের পাশে থাকার কথা জানিয়েছেন, ভবানীপুর গুরদ্বারা কমিটিও ।

মুখ্যমন্ত্রী সকলের কাছে অনুরোধ করেছেন, সংকটজনক পরিস্থিতিতে নিজেদের মতো করে কাজ করতে । সোমবারের বৈঠকে উপস্থিত ছিলেন ফোরাম ফর দুর্গোৎসব কমিটির সদস্যরাও । ছিলেন পোস্তা ব্যবসায়ী সমিতির সদস্যেরাও । ব্যবসায়ীদের পোস্তার শ্রমিক-কর্মচারীদের খাওয়ানোর ব্যবস্থা করতে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী ৷

ABOUT THE AUTHOR

...view details