কলকাতা, 9 জুলাই: মাঙ্কিপক্স নয়, ইউরোপ-ফেরত ছাত্র আক্রান্ত চিকেনপক্সে ৷ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি ৷ ইউরোপ ফেরত ওই ছাত্রের পক্সের নমুনা পুনেতে পাঠানো হয়েছিল ৷ এদিন পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি থেকে সেই রিপোর্ট এসেছে ৷ যেখানে ওই ছাত্রের চিকেনপক্স হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ৷
সম্প্রতি মাঙ্কিপক্স আতঙ্কে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের এক তরুণ ৷ ইএম বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা শুরু হয়। জানা যায়, ছাত্রের গায়ে গুটি বেরনো-সহ মাঙ্কিপক্সের বেশ কিছু উপসর্গ দেখা দিয়েছে ৷ ফলে, কোনওরকম ঝুঁকি না নিয়ে তাঁর রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় পুনের ল্যাবে ৷