পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

পয়েন্ট টেবিল নয়, শুধু ট্রাও ম্যাচ নিয়ে ভাবছি : মারিও রিবেরা

কল্যাণী স্টেডিয়ামে ট্রাওকে হারিয়েছিল ইস্টবেঙ্গল । ঘরের মাঠে সেটাই ছিল শেষ জয় । মারিও সেই ইতিহাস ঘাটতে চান না । বলছেন গত 15 দিনে দলের ফুটবলের অনেক উন্নতি হয়েছে । এবং আগে কি হয়েছিল তার কোনও তুলনায় যেতে চান না । দলে চোট আঘাত নেই । মার্কোস এবং ক্রোমাকে আক্রমণে রেখে দ্রুত গোল তুলে নেওয়া পাখির চোখ তার ।

mario Ribera
মারিও রিবেরা

By

Published : Feb 22, 2020, 11:24 PM IST

কলকাতা, 22 ফেব্রুয়ারি : ইস্টবেঙ্গল কোচ মারিও রিবেরা নিজের দলের মানসিকতা তুলে ধরলেন । তিনি বলেন, "ট্রাও যেমন হোম ম্যাচে ভালো ফল করেছে তেমনই আমাদের অ্যাওয়ে ম্যাচের রেকর্ড ভালো । তাই কালকের ম্যাচটা গুরুত্বপূর্ণ হতে চলেছে ।"

রবিবার ট্রাও FC খেলতে নামছে লাল হলুদ ব্রিগেড । ম্যাচটি লিগের পয়েন্ট টেবিলের অবস্থানের বিচারে এই ম্যাচটি গুরুত্বপূর্ণ । ইন্ডিয়ান অ্যারোজের বিরুদ্ধে জয় ইস্টবেঙ্গলকে ছয় নম্বরে তুলে নিয়ে এসেছে । পাঁচটি হারের পরে অবশেষে জয়ের মুখ দেখেছেন কোলাডো, লালরিনডিকারা ।

ইস্টবেঙ্গল কোচ চাইছেন কোনও অবস্থাতেই যেন বিপর্যয় না ঘটে । ইতিমধ্যে বলেছেন ইন্ডিয়ান অ্যারোজের বিরুদ্ধে জয়ের পরে সাজঘরের দমবন্ধ করা পরিবেশ হালকা হয়েছে । ফুটবলারদের মধ্যে লড়াইয়ের ইচ্ছেটা ফের জেগে উঠেছে বলে মনে করেন । তাই বাকি আটটি ম্যাচে যত বেশি সম্ভব পয়েন্ট তুলে নেওয়ার কথা বলছেন লাল হলুদ হেডস্যার । কল্যাণী স্টেডিয়ামে ট্রাওকে হারিয়েছিল ইস্টবেঙ্গল । ঘরের মাঠে সেটাই ছিল শেষ জয় । মারিও সেই ইতিহাস ঘাটতে চান না । বলছেন গত 15 দিনে দলের ফুটবলের অনেক উন্নতি হয়েছে । আগে কী হয়েছিল তার কোনও তুলনায় যেতে চান না । দলে চোট আঘাত নেই । মার্কোস এবং ক্রোমাকে আক্রমণে রেখে দ্রুত গোল তুলে নেওয়া পাখির চোখ তাঁর ।

ইন্ডিয়ান অ্যারোজের বিরুদ্ধে ফর্মে ফেরার ইঙ্গিত হাইমে স্যান্টোস কোলাডোর । ভালো খেলার ইঙ্গিত জুয়ান মেরার খেলায় । মার্তি ক্রেসপির বদলে সদ্য যোগ দেওয়া ভিক্টর আলেনসো দলের সঙ্গে থাকলেও ট্রাও FC-র বিরুদ্ধে না খেলার সম্ভাবনা বেশি । অন্য দিকে ট্রাও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কঠিন লড়াই ছুড়তে তৈরি । তাই মারিও রিবেরা কঠিন চ্যালেঞ্জ নেওয়ার কথা বললেও তার বাস্তবায়নে মরিয়া হতে হবে লাল হলুদ ফুটবলারদের । ইস্টবেঙ্গল তা করতে পারবে, সেটাই দেখার ।

ABOUT THE AUTHOR

...view details