পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রাজনৈতিক হিংসার রিপোর্ট না নিয়ে রাজভবনে মুখ্যসচিব ও ডিজি, ক্ষুব্ধ রাজ্যপাল - জগদীপ ধনকড়

মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজি রাজনৈতিক হিংসায় কোনও তথ্য না নিয়ে রাজভবনে যাওয়ায় ক্ষুব্ধ রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ সরকারের এই ভূমিকাকে বিরক্তিকর বলে সমালোচনা করলেন তিনি ৷

not-being-updated-on-law-and-order-situation-says west-bengal-governor-jagdeep dhankar
রাজনৈতিক হিংসার রিপোর্ট না নিয়ে রাজভবনে মুখ্যসচিব ও ডিজি, ক্ষুব্ধ রাজ্যপাল

By

Published : May 9, 2021, 12:09 PM IST

কলকাতা, 9 মে : মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজির ভূমিকায় ক্ষোভপ্রকাশ রাজ্যপাল জগদীপ ধনকড়ের ৷ পশ্চিমবঙ্গে নির্বাচন মিটে যাওয়ার পর রাজনৈতিক হিংসার অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে ৷ যে ঘটনায় মুখ্যসচিব এবং ডিজির কাছে রিপোর্ট চেয়ে রাজভবনে তলব করেছিলেন তিনি জগদীপ ধনকড় ৷ কিন্তু রাজ্যপালের অভিযোগ, তাঁরা কোনও কাগজ বা রিপোর্ট ছাড়াই রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান ৷ এ নিয়ে ক্ষোভপ্রকাশ করে টুইটও করেন রাজ্যপাল ৷

জগদীপ ধনকড় তাঁর টুইটারে সরকারের এই ভূমিকাকে ‘এক অর্থে বিরক্তিকর’ বলে সমালোচনা করেছেন ৷ পাশাপাশি মুখ্য়সচিব এবং রাজ্য পুলিশের ডিজির কাছে রাজনৈতিক হিংসা নিয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন তিনি ৷ ধনকড় তাঁর টুইটারে লেখেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মুখ্যসচিব এবং পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিকে আজ সন্ধ্যা 6টায় রাজভবনে ডেকেছিলাম ৷ দুর্ভাগ্যবশত, তাঁরা দু’জনেই কোনও তথ্য বা কাগজ ছাড়াই চলে এসেছেন ৷ এ নিয়ে তাঁদের বিস্তারিত তথ্য পাঠাতে নির্দেশ দিয়েছি ৷ এধরনের আচরণ এক কথায় বিরক্তিকর ৷ আশা করি এরপর যথার্থ সাড়া পাব’’ ৷

আরও পড়ুন : ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুর

প্রসঙ্গত, গত 2 মে রাজ্য বিধানসভার ফলাফল ঘোষণা হতেই বিজেপি নেতা ও কর্মীদের উপর হামলার অভিযোগ উঠতে শুরু করে ৷ ঘরছাড়া হন অনেকে ৷ যা নিয়ে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানেই সরব হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷

ABOUT THE AUTHOR

...view details