পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ, বৃষ্টিতে ভাসবে উত্তর ! - Heat wave

উত্তরবঙ্গে ফের অতি ভারী বৃষ্টির পূর্বাভাস । এদিকে দক্ষিণবঙ্গে আগামী চারদিন বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই ।

আলিপুর আবহাওয়া অফিস

By

Published : Jul 23, 2019, 7:46 AM IST

Updated : Jul 23, 2019, 1:55 PM IST

কলকাতা, 23 জুলাই : উত্তরবঙ্গে আজ, কাল ও পরশু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস । উত্তরবঙ্গের পাঁচ জেলা- দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পঙে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা । মালদা ও দুই দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

এদিকে দক্ষিণবঙ্গে আগামী চারদিন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই । আগামী তিনদিন উষ্ণতা বাড়তে পারে, সেই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস । কলকাতায় বৃষ্টিপাতের ঘাটতি স্বাভাবিকের তুলনায় 65 শতাংশ । দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে বৃষ্টিপাতের ঘাটতি 40 থেকে 50 শতাংশ ।

আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, টানা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে । ফলে মনে হতে পারে বর্ষা বিদায় নিয়েছে । কিন্তু দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায় নেয়নি । 15 অক্টোবর পর্যন্ত রাজ্যে বর্ষা থাকার সম্ভাবনা রয়েছে ।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, 26-27 জুলাই দক্ষিণবঙ্গের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে । ওই ঘূর্ণাবর্তই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি নিয়ে আসতে পারে ।

Last Updated : Jul 23, 2019, 1:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details