পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আগামী মাসেই চালু হতে পারে নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো পরিষেবা - noapara dakshineswar trial to start

নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোর কাজ প্রায় শেষের মুখে ৷ আগামী মাসেই বাণিজ্যিকভাবে চালু হবে এই পরিষেবা ৷ কমিশন অফ রেলওয়ে সেফটির পক্ষ থেকে চূড়ান্ত ছাড়পত্রের অপেক্ষা করছে মেট্রো কর্তৃপক্ষ ৷

noapara dakshineswar
চালু হতে পারে নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো পরিষেবা

By

Published : Jan 30, 2021, 12:42 PM IST

কলকাতা,30 জানুয়ারি: আগামী মাসেই চালু হতে পারে নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্প। আর এমনটাই ইটিভি ভারতকে জানালেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার মনোজ যোশী। এই অংশের সিংহভাগ কাজই প্রায় শেষ। এবার শুধু কমিশন অফ রেলওয়ে সেফটির (সিআরএস) তরফে চূড়ান্ত ছাড়পত্রের অপেক্ষা। তারপরেই বাণিজ্যিক ভাবে দৌড়বে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রোরেল।


প্রস্তুত নর্থ সাউথ মেট্রো প্রকল্পের সম্প্রসারিত অংশ। কলকাতা মেট্রো জেনারেল ম্যানেজার মনোজ যোশী বলেন যে, "ওই অংশের কাজ শেষ। ইতিমধ্যেই আমরা বেশ কয়েকবার পরিদর্শনেও গিয়েছি। সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখা হয়েছে। ইতিমধ্যেই সিআরএস-কে পরিদর্শনের আবেদন করে চিঠি পাঠানো হয়েছে। এবার তাঁরা তাঁদের সুবিধে অনুযায়ী পরিদর্শন করবে। সিআরএস-এর চূড়ান্ত ছাড়পত্র মিললেই সাধারণ মানুষদের জন্য চালু হয়ে যাবে সম্প্রসারিত অংশের পরিষেবা। তাই যত দ্রুত ছাড়পত্র মিলবে তত তাড়াতাড়ি চালু করা যাবে পরিষেবা। সবকিছু ঠিকঠাক এগোলে আগামী মাসেই এই পরিষেবা চালু হবে।"

আরও পড়ুন : 7 ফেব্রুয়ারি রাজ্যে আসছেন নরেন্দ্র মোদি



সূত্রের খবর, আগামী মাসের 1 তারিখ চূড়ান্ত পরিদর্শন করবেন জি এম। তারপর 3 তারিখ সিআরএস পরিদর্শনে আসতে পারে। নোয়াপাড়া দক্ষিণেশ্বর লাইনে ট্রায়াল রান শুরু হয় 23 ডিসেম্বর। এরপর দফায় দফায় চলতে থাকে পরীক্ষামূলক ভাবে দৌড়। সূত্রের খবর, গত এক মাসে প্রায় প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত চলেছে মহড়া। পাশাপাশি শেষ হয়েছে ডিসপ্লে বোর্ড, স্টেশন চত্বর, রেল ট্র্যাক থেকে শুরু করে সিগন্যালিং ব্যবস্থা, প্রবেশ ও বাহিরের পথ এবং যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দের কাজও প্রায় সম্পূর্ণ। তবে বরাহনগর স্টেশনে এখনও কিছু কাজ বাকি। তবে তাও শেষ করার কাজ চলছে জোর কদমে। ট্রেন প্রটেকশন ওয়ার্নিং সফটওয়ার (টিপিডবলুএস) অত্যাধুনিক সফটওয়ার সাহায্যে যেকোনও ধরণের দুর্ঘটনা এড়ান সম্ভব। এই সফটওয়ারটি জার্মানির থেকে আনা হয়েছে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details