কলকাতা, 31 জুলাই: প্রবেশিকা পরীক্ষা তুলে দেওয়ায় 2018 সালে তোলপাড় হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে । আর্টস ফ্যাকাল্টির ছ'টি বিভাগের প্রবেশিকা পরীক্ষা ফিরিয়ে আনতে অনশন পর্যন্ত করেছিল পড়ুয়ারা । শেষ পর্যন্ত আন্দোলনের চাপে ওই বিভাগগুলিতে স্নাতক কোর্সে ভরতির প্রবেশিকা ফিরিয়ে আনতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । কিন্তু, এবছর কোরোনা পরিস্থিতিতে প্রবেশিকা পরীক্ষা ছাড়াই আর্টস ফ্যাকাল্টির সব বিষয়ে স্নাতক কোর্সে ভরতির সিদ্ধান্ত নেওয়া হল । গতকাল বিকেলে আর্টস ফাকাল্টির অ্যাডমিশন কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয় ।
বাংলা, ইংরেজি, তুলনামূলক সাহিত্য, দর্শনশাস্ত্র, ইতিহাস, আন্তর্জাতিক সম্পর্ক, সোশিওলজি, অর্থনীতি ও সংস্কৃত । গত বছর আর্টস ফ্যাকাল্টির এই ন'টি বিভাগেই প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভরতি নেওয়া হয়েছিল । এবছর কোরোনা পরিস্থিতিতে পড়ুয়াদের পক্ষে বিশ্ববিদ্যালয়ে এসে পরীক্ষা দেওয়া সম্ভব নয় ৷ সেই কথা বিবেচনা করেই বিকল্প পদ্ধতি নিয়ে আলোচনা শুরু করে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহল । গতকাল বিকেলে চলতি বছর আর্টস ফ্যাকাল্টিতে ছাত্র ভরতির নিয়মনীতি স্থির করতে বৈঠক হয় অ্যাডমিশন কমিটির । সেখানেই সিদ্ধান্ত হয়, এবছর আর্টস ফ্যাকাল্টির কোনও বিভাগেই প্রবেশিকা হবে না ৷ এছাড়াও প্রতিটি বিভাগকে স্বতন্ত্রভাবে প্রয়োজন অনুযায়ী ছাত্র ভরতির নিয়ম ঠিক করতে বলা হয়েছে ।
এই প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টির বৈঠকে অংশগ্রহণকারী এক আধিকারিক বলেন, "এবছর আর্টস ফ্যাকাল্টিতে নন-কন্ট্যাক্ট মোডে অ্যাডমিশন নেওয়ার সিদ্ধান্ত হয়েছে । কোনও প্রবেশিকা পরীক্ষা হবে না । কোনও বিভাগই প্রবেশিকা পরীক্ষা চায়নি, কারণ তা বাস্তবসম্মত নয় । মেধাতালিকার ভিত্তিতে ভরতি হবে । তবে তালিকা তৈরির জন্য বিভিন্ন বিভাগ বিভিন্ন ধরনের ফর্মুলা অ্যাপ্লাই করছে । অনেক বিভাগ শুধুমাত্র উচ্চমাধ্যমিকের নম্বর দেখবে । কোনও কোনও ডিপার্টমেন্ট মাধ্যমিকের নম্বরও দেখবে । বাংলা বিভাগ মাধ্যমিকে বাংলায় প্রাপ্ত নম্বরকে গুরুত্ব দিচ্ছে, ল্যাঙ্গুয়েজ গ্রুপকে গুরুত্ব দিচ্ছে । সঙ্গে উচ্চমাধ্যমিকের বাংলা ও ল্যাঙ্গুয়েজ গ্রুপকে গুরুত্ব দিচ্ছে । ফর্মুলাটা বিভিন্ন বিভাগের ক্ষেত্রে বিভিন্ন ।"
জানা গেছে, বিভিন্ন বোর্ডের পড়ুয়াদের জন্য একটি মেধাতালিকা করার সিদ্ধান্ত নিয়েছে কয়েকটি বিভাগ । অন্যদিকে, গতকাল সন্ধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি ও ফ্যাকাল্টি অব ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ়, ল অ্যান্ড ম্যানেজমেন্টের (ISLM) যৌথ অ্যাডমিশন কমিটি বৈঠক হয় । প্রায় তিন ঘণ্টা ধরে চলে বৈঠক । অন্যান্য বছরের মতো এ বছরও যাদবপুর ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজির বিভিন্ন স্নাতক কোর্সে রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষার ফলাফলের (WBJEE) ভিত্তিতেই ভরতি নেওয়া হবে ।
বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক জানান, ISLM ও ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি ফ্যাকাল্টির অধীনে মোট 37টি স্নাতকোত্তর কোর্স রয়েছে । তার মধ্যে কিছু কোর্সে GATE পরীক্ষার ভিত্তিতে ভরতি নেওয়া হত । বাকি ক্ষেত্রে প্রবেশিকার মাধ্যমে ভরতি নেওয়া হত । এবছর কোনও বিভাগেই নেওয়া হবে না প্রবেশিকা পরীক্ষা । যেসব ক্ষেত্রে GATE পরীক্ষার ফলাফল রয়েছে, সেই সব ক্ষেত্রে তার ভিত্তিতে ও যেখানে নেই সেখানে B.Tech-এ পড়ুয়ার ফলাফলের ভিত্তিতেই নেওয়া হবে ভরতি ।