কলকাতা, 26জুন : এবার কোরোনার প্রভাব পড়ল তৃণমূলের 21 শে জুলাইয়ের জনসভাতে। কোরোনার স্বাস্থ্য বিধি মেনে এবছর ধর্মতলায় হচ্ছে না 21শে জুলাইয়ের সমবেশ। আজ নবান্নে সাংবাদিক সম্মেলনের ফাঁকে একথা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "আগের মতো করে এবছর আর 21শে জুলাইয়ের সমাবেশ হবে না।
2021-এ রাজ্যে বিধানসভা নির্বাচন। আর আগে তৃণমূলের কাছে এটাই ছিল সম্ভবত শেষ 21শে জুলাই । প্রতিবছর এই 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বার্তা দিয়ে থাকেন তৃণমূল সুপ্রিমো । স্বাভাবিক ভাবেই এবার দিনটার আলাদা গুরুত্ব ছিল ।
1993সালের21জুলাই যুব কংগ্রেসের মহাকরণ অভিযানে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল13জনের। সেই সময় যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর থেকে এই দিনটিকে শহিদ দিবস হিসেবে পালন করে থাকেন মমতা ।
মমতা জানিয়েছেন, 21শে জুলাই পালন করা হবে অন্যভাবে। তৃণমূল নেত্রী জানিয়েছেন,21শে জুলাই কীভাবে পালন করা হবে তা নিয়ে3জুলাই দলীয় নেতৃত্বকে নিয়ে একটি ভার্চুয়াল মিটিং করা হবে। সেখানেই সিদ্ধান্ত হবে 21শে জুলাইয়ের সমবেশ নিয়ে।
আজ নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, "কোরোনার জন্য যে কোনও রকম জমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে। তবে কিছু কিছু রাজনৈতিক দল সেই নিষেধাজ্ঞা মানছে না। সরকার এটা সহ্য করবে না। তৃণমূল এসব করে না। যারা কোরোনা বিধি ভেঙে জমায়েত করছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।"