দিল্লি, 13 অগাস্ট : রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলিকে আদৌ কোনও আয়কর নোটিশ পাঠানো হয়নি ৷ একথা জানাল কেন্দ্রীয় আয়কর দপ্তর (CBDT) ৷ তারা জানিয়েছে, পুজো কমিটিগুলিকে নোটিশ পাঠানো হয়েছে বলে যে প্রচার চলছে তা পুরো পুরোপুরি অসত্য ৷ এমন কোনও নোটিশ পাঠানোই হয়নি ৷
পুজো কমিটিগুলিকে নোটিশ পাঠানো হয়নি : আয়কর দপ্তর
রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলিকে আদৌ কোনও আয়কর নোটিশ পাঠানো হয়নি বলে জানিয়ে দিল কেন্দ্রীয় আয়কর দপ্তর (CBDT) ৷ এদিকে, আজ সকাল থেকেই কলকাতায় সুবোধ মল্লিক স্কয়্যারে আয়কর নোটিশ পাঠানোর বিরুদ্ধে ধরনায় বসেছে তৃণমূল কংগ্রেস ৷
ফাইল ফোটো
উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ফেসবুক পোস্টে জানিয়েছিলেন পুজো কমিটিগুলিকে আয়কর নোটিশ পাঠানো হচ্ছে ৷ যা মানা যায় না ৷ এই বিষয়টি নিয়ে তিনি BJP ও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছিলেন ৷
মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ফেসবুক পোস্টে আরও জানিয়েছিলেন, এর প্রতিবাদে আজ দলের তরফে ধরনা দেওয়া হবে ৷ সেই মতো আজ সকাল থেকেই কলকাতায় সুবোধ মল্লিক স্কয়্যারে ধরনা শুরু হয়েছে ৷