পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

নোবেলজয়ীকে D.Litt দেওয়ার বিষয়ে আলোচনায় নিমরাজি কলকাতা বিশ্ববিদ্য়ালয় - কলকাতা বিশ্ববিদ্যালয়

কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাফ বক্তব্য, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নোবেলজয়ী । তাই তাঁকে D.Litt দেওয়ার বিষয়ে এবং তিনি যেহেতু 28 জানুয়ারি সময় দিয়েছেন তাই সমাবর্তনের দিন নিয়েও দ্বিতীয়বার আলোচনার কোনও অবকাশ নেই ।

no need to discussion on giving D. Litt to Abhijit Banerjee CU informed Governor
ফাইল ছবি

By

Published : Jan 14, 2020, 7:53 PM IST

কলকাতা, 14 জানুয়ারি: কলকাতা বিশ্ববিদ্যালয়কে সমাবর্তন সংক্রান্ত ফাইল গতকালই ফেরত পাঠিয়ে ছিলেন রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকড় । পাশাপাশি, সমাবর্তন নিয়ে একাধিক সিদ্ধান্তের ব্যাখ্যাও চেয়েছিলেন বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের কাছে ৷

ফাইল ফেরত পাওয়ার পরই রাজ্যপালের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ সূত্রের খবর, আজ রাজ্যপালের করা প্রশ্নগুলির ব্যাখ্যা দিয়ে নতুন বিধি মেনে উচ্চশিক্ষা দপ্তরকে চিঠি পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । সেই চিঠি দপ্তর থেকে পাঠানো হবে রাজ্যপালের কাছে । জানা গেছে, নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে D.Litt দেওয়ার বিষয়ে এবং সমাবর্তনের তারিখ নির্ধারণ নিয়ে রাজ্যপাল কয়েকটি প্রশ্ন করেছিলেন ৷

প্রশ্নগুলির উত্তরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নোবেলজয়ী । তাই তাঁকে D.Litt দেওয়ার বিষয়ে এবং তিনি যেহেতু 28 জানুয়ারি সময় দিয়েছেন তাই সমাবর্তনের দিন নিয়েও দ্বিতীয়বার আলোচনার কোনও অবকাশ নেই ।

ABOUT THE AUTHOR

...view details