কলকাতা, 19 জুলাই :রাজ্য পুলিশের কনস্টেবলের চাকরির নিয়োগপত্র হাতে পেয়েও চাকরিতে যোগ দিতে পারছেন না প্রায় 2800 চাকরিপ্রার্থী । এই অভিযোগে ভবানী ভবনের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখালেন তাঁরা ৷ পুলিশ বিক্ষোভ ওঠাতে গেলে তাদের সঙ্গে বচসা বাঁধে বিক্ষোভকারীদের ৷ কয়েকজনকে আটক করেছে পুলিশ ৷
সোমবার সকালে প্রায় 2800 জন যুবক বসে পড়লেন কলকাতার রাস্তায় । রাজ্য পুলিশের সদর দফতর ভবানী ভবনের সামনে বিক্ষোভ দেখালেন চাকরি প্রার্থীরা । জানা গিয়েছে, 8,419 জন রাজ্য পুলিশের কনস্টেবল পদের পরীক্ষায় উত্তীর্ণ হন । তাঁদের মধ্যে 2800 জন চাকরির নিয়োগপত্র পেয়েও গিয়েছেন । কিন্তু তাঁরা নিজেদের চাকরিতে যোগ দিতে পারছেন না ।
এই ঘটনায় আইনি জটিলতাও তৈরি হয়েছে । কারণ নিয়োগের ক্ষেত্রে একটি সময় পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট । সেই স্থগিতাদেশের মেয়াদ শেষ হয়ে গেলেও, তাঁরা চাকরিতে যোগ দিতে পারেননি বলে অভিযোগ চাকরিপ্রার্থীদের ।
নিয়োগপত্র পেয়েও মেলেনি চাকরি, প্রার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার ভবানী ভবনে এই অভিযোগে প্রায় একাধিক জেলা থেকে চাকরিপ্রার্থীরা ভবানী ভবনের সামনে এসে বিক্ষোভ দেখান । রাস্তায় বসে পড়েন । ফলে আলিপুর-গোপালনগর রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে । ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের ডিসি (সাউথ) আকাশ মাঘারিয়া । তিনি মাইকিং করে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে চান । কিন্তু চাকরপ্রার্থীরা রাস্তাতেই বসে থাকেন । পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলার চেষ্টা চালায় । বিক্ষোভ সরাতে লাঠি উঁচিয়ে তাড়া করতেও দেখা যায় পুলিশকে ৷ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে ৷