পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রোশন গিরির সুরক্ষা কবচে না হাইকোর্টের

রোশন গিরির সুরক্ষা কবচের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট ৷ মদন তামাং হত্যা মামলায় তাঁর নামে মামলা চলছে নগর দায়রা আদালতে ৷ সেই কারণে হাইকোর্টে আগাম জামিনের আবেদনের শুনানিতে আসতে পারছেন না রোশন গিরি ।

roshan giri
রোশন গিরি

By

Published : Nov 26, 2019, 9:03 PM IST

কলকাতা, 26 নভেম্বর : রোশন গিরির সুরক্ষা কবচের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট ৷ মদন তামাং হত্যা মামলায় তাঁর নামে অভিযোগ রয়েছে নগর দায়রা আদালতে ৷ সেই কারণে হাইকোর্টে আগাম জামিনের আবেদনের শুনানিতে আসতে পারছেন না রোশন গিরি । পুলিশ যাতে তাঁদের মক্কেলকে গ্রেপ্তার না করে, সেজন্য আজ কলকাতা হাইকোর্টে সুরক্ষা কবচের আবেদন করেছিলেন রোশন গিরির তরফে আইনজীবী ওয়াই জে দস্তুর ও উর্গেন লামা । কিন্ত হাইকোর্ট সেই আবেদন মঞ্জুর করেনি ।

বিমল গুরুং ও রোশন গিরি হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে প্রায় 130 টি মামলায় আগাম জামিনের আবেদন করেছিলেন । দীর্ঘদিন ধরে সেখানেই চলছিল শুনানি । এরপর হাইকোর্টের মূল বেঞ্চে নিয়ে আসা হয় মামলাগুলি । আজ সেই মামলার শুনানির শুরুতেই বিমল গুরুং ও রোশন গিরির তরফে আইনজীবী ওয়াই জে দস্তুর ও উর্গেন লামা আর্জি জানান, "মদন তামাং হত্যা মামলায় বিমল গুরুং সহ 23 জন অভিযুক্তের আগাম জামিন মঞ্জুর করেছিল কলকাতা হাইকোর্ট । কিন্ত রোশন গিরি ও অন্যান্যদের আগাম জামিন মঞ্জুর করেনি আদালত । নগর দায়রা আদালতে এখনও সেই মামলা বিচারাধীন । এই পরিস্থিতিতে রোশন গিরি কলকাতা হাইকোর্টে নিজের আগাম জামিনের আবেদন সংক্রান্ত মামলার শুনানিতে চাইলেও উপস্থিত থাকতে পারছেন না । কারণ তিনি কলকাতায় এলেই পুলিশ তাকে গ্রেপ্তার করবে । আদালত যদি এই পরিস্থিতে কোনও সুরক্ষা কবচ দেয়, তাহলে ভালো হয় ।" কিন্ত আদালত সেই আবেদন মঞ্জুর করেনি । পাশাপাশি রাজ্যের তরফে আজ AG কিশোর দত্ত হাজির ছিলেন না । ফলে সমস্ত মামলাই আগামী 10 ডিসেম্বর শোনা হবে বলে জানান বিচারপতি জয়মাল্য বাগচি ও মনোজিৎ মণ্ডলের ডিভিশন বেঞ্চ ।

এর আগে এই মামলার শুনানিতে সার্কিট বেঞ্চে ইতিমধ্যেই সরকার পক্ষ দাবি করেছে যে, বিমল গুরুং দেশে নেই । তিনি নেপালে আত্মগোপন করেছেন । এর সপক্ষে কিছু গোপন নথিপত্রও সরকার আদালতকে দিয়েছে । সরকার পক্ষের আইনজীবী আদালতকে বলেছিল, যে ব্যক্তি দেশেই নেই তাঁর আগাম জামিনের আবেদনের শুনানি হতে পারে না । যদিও বিমল গুরুং-এর আইনজীবীদের তরফে সরকারের এই বক্তব্য নাকচ করা হয় । আজও সেই প্রসঙ্গ উত্থাপন করেন রাজ্যের তরফে আদালতে উপস্থিত আইনজীবী । তখন বিচারপতি জয়মাল্য বাগচি পালটা প্রশ্ন করেন, " আপনি কি তাহলে জানেন বিমল গুরুং কোথায় আছেন?" সেই প্রশ্নের উত্তরে সরকার পক্ষের আইনজীবী সুস্পষ্ট উত্তর দিতে পারেনি । 10 ডিসেম্বর আবার সমস্ত মামলা একসঙ্গে শোনা হবে বলে জানানো হয়েছে আদালতের তরফে ৷

ABOUT THE AUTHOR

...view details