কলকাতা, 22 অক্টোবর : বেসরকারি বাসের ভাড়া বাড়ানো হবে না বলে জানালেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ আজ একটি নতুন বাস রুটের উদ্বোধনের মঞ্চে সাংবাদিকদের প্রশ্নে এমনটাই জানালেন তিনি ৷ সেই সঙ্গে পরিবহন মন্ত্রী জানালেন, পরিবহনের খরচ কমাতে সরকারের তরফে সব বেসরকারি রুটের বাসগুলিকে সিএনজি-তে কনভার্ট করার পরামর্শ দেওয়া হয়েছে ৷ তবে, সরকার বেসরকারি বাসের ভাড়া না বাড়ানোর কথা বললেও, বেসরকারি রুটের বাসগুলিতে ইচ্ছা মতো ভাড়া বাড়ানো হয়েছে ৷ যা নিয়ে মন্ত্রীকে প্রশ্ন করা হলে, তাঁর জবাব, এমন খবর তাঁর কাছে নেই ৷ এমনটা হলে পুলিশে অভিযোগ জানাতে বলা হয়েছে ৷ আর ভাড়া বাড়ানোর কোনও অভিযোগ এখনও আসেনি বলে দাবি করেন পরিবহন মন্ত্রী ৷
এ দিন চেতলা থেকে মেটিয়াবুরুজে নতুন সরকারি বাসের রুট চালু করেছে সরকার ৷ এই বাসগুলি বেলা 8টা থেকে রাত 11টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী ৷ কিন্তু, যে হারে জ্বালানির দাম বাড়ছে, তাতে লোকসান হচ্ছে পরিবহন দফতরের ৷ তাই এবার অধিকাংশ সরকারি বাসকে ব্যাটারি এবং সিএনজি-তে কনভার্ট করার কথা জানালেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ বর্তমানে দূরপাল্লার বাসগুলিকে ডিজেল থেকে সিএনজি করা হচ্ছে ৷ আগামী কয়েক বছরে শহর এবং শহরতলীর সরকারি বাসগুলিকেও দূরত্ব অনুযায়ী ব্যাটারি ও সিএনজি-তে কনভার্ট করা হবে বলে জানিয়েছেন ফিরহাদ ৷
আরও পড়ুন : Firhad Hakim : কাজের চেয়ে প্রচার বেশি, 100 কোটির টিকাকরণ নিয়ে কেন্দ্রকে কটাক্ষ ফিরহাদের