কলকাতা, 18 অক্টোবর: প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া নির্দেশের উপর স্থগিতাদেশ দিল না অবকাশকালীন বেঞ্চ ৷ পুজোর ছুটির আগে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ 187 জনকে চাকরি দেওয়ার নির্দেশ দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদকে ৷ এছাড়াও 3929টি শূন্য পদেও মেরিট লিস্ট দেখে বাকি যোগ্য প্রার্থীদেরও নিয়োগের নির্দেশ দেওয়া হয় ৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই মামলা হয় হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে (Vacation Bench of Calcutta HC) ৷
কিন্তু মঙ্গলবার এই মামলার শুনানিতে সেই রায়ের উপর কোনও স্থগিতাদেশ দিতে চায়নি বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ ৷ বিষয়টি এখনই অবকাশকালীন বেঞ্চে শুনানির মতো গুরুত্বপূর্ণ নয় বলেই মনে করেছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ ৷ তাই রেগুলার বেঞ্চেই এদিন পাঠানো হয়েছে এই মামলা ৷ পুজোর ছুটির পর আদালত খুললে সেখানেই হবে এই আবেদনের শুনানি ৷ 31 অক্টোবর শুনানির দিন ধার্য হয়েছে (Primary Recruitment Case in Calcutta HC) ৷