কলকাতা, 1 জুন : সঙ্গীত শিল্পীর কে কে-র ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি (No foul play found in KK Primary Postmortem Report) ৷ কলকাতার এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) তাঁর দেহের ময়নাতদন্ত হয় ৷ তার পরই এই প্রাথমিক রিপোর্ট পাওয়া গিয়েছে বলে কলকাতা পুলিশের (Kolkata Police) একটি সূত্র থেকে জানা গিয়েছে ৷ তবে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে 72 ঘণ্টা পর ৷ তখন মৃত্যুর কারণ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানা যাবে ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন যে গত সোমবার থেকে কলকাতায় ছিলেন সঙ্গীতশিল্পী কে কে ওরফে কৃষ্ণকুমার কুন্নাথ ৷ পরপর দু‘দিন নজরুল মঞ্চেই ছিল তাঁর অনুষ্ঠান ৷ গতকাল, মঙ্গলবার অনুষ্ঠান শেষে হোটেলে ফেরার পর তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় (Singer KK Died after a Programme in Kolkata) ৷