পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

পৌর নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে ঝগড়া বরদাস্ত করা হবে না : মমতা - selection of candidates on basis of credibility

দলের নেতা কর্মীদের উদ্দেশে তৃণমূল নেত্রীর বার্তা, " যোগ্য মানুষকেই পৌরসভার টিকিট দেওয়া হবে । প্রার্থী হওয়া নিয়ে দলের মধ্যে কোনও ঝগড়া বরদাস্ত করা হবে না ।"

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Jan 25, 2020, 3:53 AM IST

কলকাতা, 25 জানুয়ারি : কয়েকমাস বাদেই পৌর নির্বাচন ৷ আর নির্বাচনে যোগ্য ব্যক্তিকেই করা হবে প্রার্থী ৷ দেওয়া হবে টিকিট ৷ গতকাল তৃণমূল ভবনে দলের জেলা সভাপতি এবং পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক তৃণমূল নেত্রী ৷ সেখানে দলের নেতা কর্মীদের উদ্দেশে তাঁর বার্তা, " যোগ্য মানুষকেই পৌরসভার টিকিট দেওয়া হবে । প্রার্থী হওয়া নিয়ে দলের মধ্যে কোনও ঝগড়া বরদাস্ত করা হবে না ।"

এ প্রসঙ্গে রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, প্রার্থী বাছাই নিয়ে যাতে কোনও প্রকার স্বজনপোষণ না হয় তারজন্য দলীয় নেতাদের আগেভাগেই বার্তা দিয়ে রাখলেন নেত্রী ৷ পাশাপাশি তিনি বুঝিয়ে দিলেন জেলা স্তরের পৌরসভাগুলির প্রার্থী তালিকা তৈরির ক্ষেত্রেও সরাসরি হস্তক্ষেপ করবে শীর্ষ নেতৃত্ব ।

লোকসভা ভোটে বিপর্যয়ের পরে তৃণমূলকে নির্বাচনী বৈতরণী পার করাতে মাঠে নেমে পড়েছেন পলিটিক্যাল স্ট্যাটেজিস্ট প্রশান্ত কিশোর । তাঁর রণকৌশলে গত তিনটি বিধানসভা উপনির্বাচনে জয় পেয়েছে তৃণমূল । তারপর থেকেই প্রশান্ত কিশোরের ওপর দলের শীর্ষ নেতৃত্বের ভরসা বেড়েছে ৷ সামনের পৌর নির্বাচনের প্রার্থী তালিকা থেকে শুরু করে খুঁটিনাটি বিষয় গুলিতে প্রশান্ত কিশোরের ভূমিকা থাকবে বলে গতকাল দলীয় বৈঠকে ইঙ্গিত দেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেইসঙ্গে এখন যারা কাউন্সিলর পদে রয়েছেন, স্বচ্ছ ভাবমূর্তি না থাকলে যে তাঁদের প্রার্থী করা নাও হতে পারে তাও বুঝিয়ে দিলেন ৷ তবে প্রার্থী তালিকা নিয়ে অশান্তি হওয়ার বিষয়টিকে উড়িয়ে দিচ্ছেন না নেত্রী । তাঁর মতে, BJP চক্রান্ত করে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে দ্বন্দ্ব তৈরির চেষ্টা করবে । তাই BJP-র পাতা ফাঁদে পা না দিতেও সতর্ক করেছেন তিনি । জেলা সভাপতি এবং পর্যবেক্ষকদের তিনি নির্দেশ দেন, "টিকিট না পাওয়া কাউন্সিলররা যেন ঝামেলা না করেন । সেদিকে লক্ষ্য রাখতে হবে । দলের সিদ্ধান্তকে চূড়ান্ত মর্যাদা দিতে হবে । ব্যক্তি বড় নয়, সবার উপরে দল । দলগতভাবে সকলকে কাজ করতে হবে ।"

ABOUT THE AUTHOR

...view details